পার্থর অস্বস্তি বহাল, ৫ জনের জামিন খারিজ আদালতের

breakingnews অপরাধ আইন কলকাতা রাজনীতি রাজ্য শহর শিক্ষা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় সহ পাঁচ জনের জামিনের আবেদন খারিজ। খারিজ করল কলকাতা হাই কোর্ট।

কলকাতা হাই কোর্টের বিশেষ তৃতীয় বেঞ্চে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়, সুবিরেশ ভট্টাচার্য, শান্তি প্রসাদ সিনহা, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিনের মামলায় রায় ঘোষণা। মঙ্গলবার রায় ঘোষণা করলেন বিচারপতি তপোব্রত চক্রবর্তীর নেতৃত্বে তৃতীয় বেঞ্চ।

আদালত মনে করছে, এদের জামিন হলে রাজ্যের শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। অনুমোদন দেওয়ার বিষয়ে মুখ্যসচিবের গড়িমসির বিষয়টিতে রাজ্য অস্বীকার করতে পারে না। এঁরা দুর্নীতিতে জড়িত ছিলেন। তাছাড়া সরকারের অনুমোদন না পাওয়ায় আদালত মনে করছে এই ঘটনার সঙ্গে এদের ষড়যন্ত্র রয়েছে। যারা সঠিক পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন তাঁদের সঙ্গে অবিচার করা হবে বলে মনে করেন বিচারপতি।

বিচারপতি তপোব্রত চক্রবর্তীর পর্যবেক্ষণ, পার্থ চট্টোপাধ্যায়ের জামিন খারিজ নিয়ে যথার্থ রায় দিয়েছেন বিচারপতি অপূর্ব সিনহা রায়।

 যোগ্যদের বঞ্চনা করে অযোগ্যদের চাকরি দেওয়ার নাম করে সমাজের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। রাজ্য অভিযুক্ত সরকারি অফিসারদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ায় সম্মতি দেওয়ায় নীরব থাকা অবাক করে। এই জন্য নিয়োগ দুর্নীতিতে পাঁচ মূল অভিযুক্তের জামিন খারিজ আদালতের।