১০ কেজি গাঁজা সমেত হাতেনাতে পাকড়াও দিদা-নাতনি

breakingnews জেলা

নিজস্ব প্রতিনিধি,মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে ১০কেজি গাঁজা সমেত পাকড়াও দিদা-নাতনি। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। সড়ক পথে শিলিগুড়ি থেকে সুতির চাঁদের মোড়ে গাঁজা সমেত গ্রেফতার করা হয় তাদের।

অভিযানে গিয়ে পুলিশ সূত্র মতোই সুতির চাঁদের মরে দেখতে পান দুই মহিলাকে। যাদের পরনে ছিল কেতা দুরস্থ পোশাক, সঙ্গে দুটো ব্যাগ। দুই মহিলা ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছিলেন বাজারের দিকে। তাদেরকে দেখামাত্রই সন্দেহ করে পুলিশ, সঙ্গে সঙ্গে চলে জেরা।

পুলিশ জানায়, থানায় গিয়ে দুজনকে জিজ্ঞাসাবাদ করার পরেই গ্রেফতার করা হয় তাদেরকে। ধৃতদের নাম রবিয়া বিবি এবং হাকিমা বিবি ।
অভিযোগ মহিলা এবং কিশোরীকে দিয়ে গাঁজা পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা। তবে ধৃতরা কোথা থেকে মাদক পেয়েছিলেন কাকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন তা ধরতেই মূলত অভিযান চালিয়েছিল পুলিশ বলে সূত্রের খবর। বুধবার সকালে দুজনকে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা আদালতে হাজির করানো হয়। এছাড়াও তদন্তের পর জানা যায় দিদান আপনি কে নিয়ে সড়কপথে শিলিগুড়ি থেকে সুতির চাঁদের মোড়ে আসেন। কোনও এক ব্যক্তিকে গাঁজা পাচারের জন্য গিয়েছিলেন তারা এমনটাই জানা যায়। তবে সেই ব্যক্তিকে পাকড়াও করা যায়নি, তার আগেই পালিয়ে যান তিনি। অগত্যা দুই মহিলাকে আটক করে নিয়ে আসা হয় থানায়।