নিজস্ব প্রতিনিধি, কলকাতা:- আগামী ৬ জানুয়ারি গঙ্গাসাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি। ৬ জানুয়ারি প্রথমে তিনি যাবেন ভারত সেবাশ্রমে। তার পরে সেখান থেকে যাবেন কপিল মুনির আশ্রমে। ৬ জানুয়ারি গঙ্গাসাগরেই থাকবেন। মেলার প্রস্তুতি দেখভাল করে ৭ জানুয়ারি কলকাতায় ফিরবেন।
গঙ্গাসাগর মেলার পুণ্যার্থীদের জন্য রাজ্য সরকার প্রতিবারই বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে। মুখ্যমন্ত্রীও প্রতি বারই নিজে গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখে আসেন। গঙ্গাসাগর মেলার বড় অংশের দায়িত্ব থাকে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের হাতে। এ ছাড়াও, সেচ, বিদ্যুৎ, খাদ্য, বিপর্যয় মোকাবিলা, পূর্ত ও পঞ্চায়েতের মতো দফতরগুলিকেও কাজে লাগানো হয়। কলকাতা থেকে পুণ্যার্থীদের গঙ্গাসাগর মেলায় পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকে পরিবহণ দফতর।
গঙ্গাসাগর থেকে ফেরার পর ৮ জানুয়ারি মিলেনিয়াম পার্কের একটি মেলায় যাবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই একটি ভেসেলের উদ্বোধন করবেন।