নিজস্ব প্রতিনিধি, কলকাতা:- ধর্মতলার ডোরিনা ক্রসিং এ চিকিৎসকদের ধর্ণা মঞ্চের সময়সীমা বৃদ্ধিতে সায় দিল কলকাতা হাই কোর্ট। ৩১ ডিসেম্বর পর্যন্ত অবস্থান বিক্ষোভ দেখাতে পারবে ডক্টরস ফোরাম। নির্দেশ বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের। ২ রা জানুয়ারী কলকাতা হাইকোর্টের নিয়মিত বেঞ্চে এই বিষয়ে একটি রিপোর্ট জমা করতে হবে ওই দিনই পরবর্তী শুনানি।
২৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ওই স্থানে ১০০ জনকে নিয়ে সকাল ১০টা থেকে রাত ৯ টা পর্যন্ত ধর্না চালিয়ে যেতে পারবেন ডাক্তাররা।
প্রশাসনকে আইনশৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে। পূর্বের নির্দেশ অনুযায়ী কোনও প্ররোচনামূলক বক্তব্য রাখা যাবেনা। দূষণ সংক্রান্ত নিয়মবিধি মানতে হবে।