নিউজ পোল ব্যুরো: কাজাখস্তানে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ৪২ জনের মৃত্যু হয়েছে। আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বুধবার অবতরণের সময় ভেঙে পরে। আজারবাইজান এয়ারলাইন্সের এমব্রার E190AR বিমানটি ৬৭ জন যাত্রী নিয়ে রাশিয়ার বাকু থেকে চেচনিয়া যাচ্ছিল। ভাগ্যক্রমে ২৫ জন প্রাণে বেঁচে যান।
জানা যাচ্ছে, আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটি আকাশে একঝাঁক পাখির সঙ্গে ধাক্কা খায়। তখন সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কিন্তু কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? উঠছে প্রশ্ন। প্রাথমিক তদন্তের ভিত্তিতে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, এক ঝাঁক পাখি বিমানের একটি ইঞ্জিনে আঘাত করেছিল, যার ফলে অক্সিজেন ট্যাঙ্কটি বিস্ফোরিত হয়। বিমান ভেঙে পড়ার আগেই অনেক যাত্রী অজ্ঞান হয়ে পড়েন। কেউ কেউ মনে করেন ঘন কুয়াশা এই জরুরি অবতরণ দুর্ঘটনার কারণ। কারোর দাবি, এই দুর্ঘটনার কারণ যান্ত্রিক ত্রুটি ছিল। বিমানটির জিপিএসও জ্যামিংয়ের সমস্যার সম্মুখীন হয়েছিল বলে জানা গেছে।
বিমান দুর্ঘটনার অনেক ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে বিমানটি বাতাসে দুলছে। তারপর প্লেনের উচ্চতা তীব্রভাবে কমে যায়। কয়েক সেকেন্ড পরে বিমানটি মাটিতে আছড়ে করে এবং আগুন লেগে যায়। উদ্ধারকারীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে।
কাজাখস্তানের পরিবহন বিভাগ এক্স-হ্যান্ডলে বলেছেন যে দুর্ঘটনাগ্রস্থ বিমানটিতে ৬২ জন যাত্রী এবং পাঁচজন ক্রু সদস্য ছিলেন। মোট যাত্রী সংখ্যা ছিল ৬৭ জন। এর মধ্যে আজারবাইজান থেকে ৩৭ জন, রাশিয়া থেকে ১৬ জন, কাজাখস্তান থেকে ৬ জন এবং আরও ৩ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত জানতে পড়ুন..https://thenewspole.com/2024/12/25/a-passenger-plane-crashed-in-kazakhstan-in-thick-fog/