বিদায়ী অনুষ্ঠানে স্ত্রীর ছন্দপতন

দেশ

নিউজ পোল, ব্যুরো: থাকতে চেয়েছিলেন স্ত্রীর পাশে। কিন্তু সেই স্ত্রীই তাঁকে রেখে সারাজীবনের জন্য চলে গেলেন! আজকাল চতুর্দিকে শোনা যাচ্ছে ডিভোর্স খোরপোশের মত মামলা। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে স্ত্রীর জন্য এরকম ভালবাসা মুগ্ধ করেছে সবাইকে। স্ত্রীকে ভালোবেসে স্ত্রীর জন্য চাকরি ছাড়ছিলেন দেবেন্দ্র। কিন্তু তাঁর সহকর্মীরা কোনো প্রকারই ছাড়তে চাইছিলেন না দেবেন্দ্রকে।

মঙ্গলবার ছিল দেবেন্দ্রর কাজের শেষ দিন। সহকর্মীদের কারও কারও মন খারাপ। তবে চাকরির শেষ দিন বেশ হাসিখুশিই ছিলেন দেবেন্দ্র। কারণ অবশেষে কাজ থেকে অবসর নিয়ে নিজের স্ত্রীকে পূর্ণ সময় দিতে পারবেন। কিন্তু ঘটে গেল অন্য ঘটনা। ফেয়ারওয়েলের দিনই মৃত্যু হল স্ত্রীর। ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটাতে।

দেবেন্দ্র কোটায় একটি সংস্থায় ম্যানেজার পোস্টে চাকরি করতেন। স্ত্রী টিনা বেশ কয়েক বছর ধরে অসুস্থ। সম্প্রতি হৃদরোগের সমস্যায় ভুগছিলেন মহিলা। তবে এখনও তিন বছর বাকি ছিল তাঁর কর্মজীবন। কিন্তু না স্ত্রীকে এবার সময় দিতে হবে সেজন্যই স্বেচ্ছাবসরের আবেদন করেছিলেন দেবেন্দ্র। সহকর্মীরা দেবেন্দ্রর জন্য বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে আমন্ত্রিত ছিলেন টিনাও। সেইমতই শুরু হয় মঙ্গলবারের অনুষ্ঠান। সহকর্মীদের কথায় স্বামী-স্ত্রী গলায় ফুলের মালা পরিয়ে দেন। হাসিমুখে সবার ছবি তোলেন তিনি। স্বামীর চাকরির শেষ দিনে, তাঁর সহকর্মীরা পুরানো কথোপকথন নিয়ে আলোচনা করছিলেন। টিনা সব শুনে একটা চেয়ারে বসে হাততালি দিচ্ছিলেন। হঠাৎ ছন্দপতন।

টিনা হঠাৎ অসুস্থ বোধ করায় তাঁর স্বামীকে ডাকেন এবং বলেন, মাথা ঘুরছে,দেবেন্দ্র তাকে জিজ্ঞেস করে বলেন বারবার কি হয়েছে তোমার? সহকর্মীরা দৌড়াদৌড়ি শুরু করেন। সঙ্গে সঙ্গে একজন চিকিৎসককে ডাকা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। সবশেষ তখনই।