নিজস্ব প্রতিনিধি, রঘুনাথগঞ্জ: খেলতে যাওয়াই কাল হয়ে গেল! বাড়ির পাশেই খেলছিল চার বছরের একটি শিশু। আচমকাই একটি পুরনো পাঁচিল ভেঙে সেটি চাপা পড়ে মৃত্যু হল চার বছরের একটি শিশুর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে রঘুনাথগঞ্জের প্রসাদপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতের নাম জয় দাস। এদিন সকালে রোজকার মতো চার-পাঁচ জন বন্ধুর সঙ্গে বাড়ির পাশেই খেলা করছিল শিশুটি। হঠাৎই ওই এলাকার একটি পুরনো পাঁচিলের গাঁথনি ভেঙে পড়ে শিশুটির উপর। তৎক্ষণাৎ স্থানীয়রা ইঁটের স্তুপ সরিয়ে জয়কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা জয়কে মৃত বলে জানান। পরবর্তীতে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ময়নাতদন্তের জন্য দেহটি জঙ্গিপুর মহুকুমা হাসপাতালের মর্গে পাঠায়। কিন্তু এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অনেকদিন ধরেই পাঁচিলটি হেলানো অবস্থায় ছিল। এদিন বাচ্চারা যখন সেই পাঁচিলের পাশে খেলছিল, হঠাৎই সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আর তখনই ইঁটের নিচে চাপা পড়ে মৃত্যু হয় চার বছরের ওই শিশুর।
মৃত শিশুর পিসেমশাই জানান, ‘প্রতিদিনই বাচ্চারা ওই এলাকায় খেলা করত। আজও সেখানে খেলতে গিয়েছিল জয়। কিন্তু কেউই বুঝতে পারেনি যে হঠাৎ করেই পাঁচিল ভেঙে পড়বে। যদিও পাঁচিলটি হেলানো অবস্থায় ছিল এবং তার গাঁথনিও ছিল আলগা।’