এবার অনলাইনেই স্মার্ট কার্ড রেজিস্ট্রেশন শারিরীকভাবে সক্ষমদের

কলকাতা জেলা দেশ রাজ্য শহর

নিউজ পোল ব্যুরোঃ- শারিরীকভাবে সক্ষমদের জন্য এবার ভারতীয় রেল অনলাইনেই স্মার্টকার্ড রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবেন। মুম্বই, চেন্নাই এবং সেকেন্দ্রাবাদে এই প্রজেক্টটা একটি পাইলট প্রজেক্ট হিসেবে চালু করা হয়েছিল। এবার সেখানে সাফল্য পাওয়ার পর গোটা দেশেই চালু করা হয়েছে বলে ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। নিজেদের ফটো পরিচয়পত্র ইস্যু অথবা পুনর্নবীকরণের জন্য ডিজিটালি আবেদন জানাতে পারবেন। পোর্টাল অ্যাক্সেস করতে এবং রেজিস্ট্রেশন শুরু করার জন্য দিব্যাঙ্গ যাত্রীরা https://divyangjanid.indianrail.gov.in/ ওয়েবসাইট দেখতে পারেন, যেখানে এই প্রক্রিয়ার সাহায্যের জন্য বিস্তারিত ইউজার ম্যানুয়াল উপলব্ধ করা হয়েছে। এর আগে দিব্যাঙ্গ যাত্রীদের নিজে গিয়ে অথবা ডাকের মাধ্যমে ডিভিশনাল রেলওয়ে অফিসারের কাছে আবেদন জমা করতে হত। এরপর কনসেশন কার্ড জারি করার পূর্বে প্রাসঙ্গিক নথির ভেরিফিকেশন ম্যানুয়ালি করা হত। কিন্তু এবার থেকে ঘরে বসেই তাঁরা অনলাইনেই এই কাজ করতে পারবেন বলে ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে।