নিউজ পোল,হরিয়ানা: একাদশ শ্রেণীর ছাত্র অনসুল তার বোন অঞ্জলীর সঙ্গে বাজারে গিয়েছিল। আচমকাই হিমাংশু মাথুর ও রোহিত ধামা তাদের কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে ভরা বাজারে ঘিরে ধরে অনসুল ও অঞ্জলীকে।সবার সামনেই লাঠি ও ছুঁড়ি নিয়ে তারা ঝাঁপিয়ে পরে অনসুলের উপর। কমপক্ষে ১৪ বার ছুঁড়ির কোপ দেওয়া হয় অনসুলকে। মঙ্গলবার এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে হরিয়ানার ফরিদাবাদ।
ভরা বাজারে এমন ঘটনা দেখে হতবাক হয়ে যায় অঞ্জলী। চিৎকার করে সে লোকজন ডাকে। লোকজন এলে তারাই অনসুলকে উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। হাসপাতালের চিকিৎসকেরা অনসুলকে দেখার পর তাকে মৃত বলে জানান। তাঁরা আরও জানান অনসুলের শরীরে ছুঁড়ি দিয়ে মোট ১৪টি কোপ দেওয়া হয়।
অনসুলের পরিবার অভিযোগ জানান কিছুদিন আগে হিমাংশু অনসুলকে ইনস্টাগ্রামে তাকে খুন করার হুমকি দিয়েছিল। এই কথা অনসুলের পরিবার পুলিশের কাছে গিয়ে জানান। কিন্তু তাঁদের এই কথা শুনে পুলিশ হাসাহাসি করে। পাশাপাশি অনসুলের বন্ধু আনমোল পুলিশকে জানায় যে অভিযুক্তরা এলাকায় গুন্ডাগিরি করত আর ড্রাগ বিক্রি করত। এলাকার মেয়েদের সঙ্গেও তারা খারাপ ব্যবহার করত। এই বিষয় নিয়ে অনসুলের সঙ্গে ঝগড়াঝাঁটি হয় আনমোলের। আর তারপর থেকেই অভিযুক্তরা অনসুলকে মেরে ফেলার হুমকি দেয়।
এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছে। ঠিক কি কারণে অকালেই চলে যেতে হল ১৭ বছরের আনমোলকে সে বিষয় খতিয়ে দেখছে পুলিশ।