নিউজ পোল ব্যুরো: দেশজুড়ে ২০০টি বন্দে ভারত স্লিপার ট্রেন চালানোর পরিকল্পনা করছে ভারতীয় রেল। দীর্ঘ দূরত্বের যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য এই স্লিপার ট্রেনগুলি চালু করা হবে। এই লক্ষ্যে এরইমধ্যে ১০টি স্লিপার ট্রেন তৈরির কাজ শুরু হয়েছে এবং কয়েকটি প্রায় তৈরি হয়ে গিয়েছে। এই ট্রেনগুলি শীঘ্রই ট্রায়ালে জন্য চালানো হবে।
ইন্টেগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে ইতিমধ্যেই একটি স্লিপার ট্রেন তৈরি হয়ে গিয়েছে। জানা গিয়েছে, এই ট্রেনটি রিসার্চ ডিজাইন স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন বা আরডিএসও-র তত্ত্বাবধানে ট্রায়াল রানের জন্য চালানো হবে। এই ট্রায়াল রানটি চালানো হবে মধ্যপ্রদেশের খাজুরাহ থেকে। এই পরীক্ষার মাধ্যমে ট্রেনটির সহ্য ক্ষমতা, কম্পন মাত্রা এবং ডায়নামিক পারফরম্যান্স পরীক্ষা করা হবে। রেল সূত্রে খবর, এই পরীক্ষা শেষ হলেই বন্দে ভারত স্লিপার ট্রেনগুলি সাধারণ যাতায়াতের জন্য চালু করা হবে। তবে কবে থেকে এই ট্রেনগুলি চালু হবে, সেই তারিখ এখনও স্পষ্ট করা হয়নি।
রেলের হিসেব অনুযায়ী, ডিসেম্বর মাস পর্যন্ত দেশজুড়ে ১৩৬টি বন্দে ভারত ট্রেন চালু রয়েছে। এই সব ট্রেনে শুধুই চেয়ার কার রয়েছে। এবার দূরত্ব বাড়িয়ে চালানো হবে স্লিপার ট্রেন।
মোট ২০০টি স্লিপার ট্রেন চালু করার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসাবে বর্তমানে ১০টি স্লিপার ট্রেন তৈরি হচ্ছে। কিন্তু এই সব ট্রেনের মধ্যে কতগুলো বাংলায় চলবে, সেই বিষয়ে স্পষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি। তবে অন্তত একটি ইঙ্গিত পাওয়া গিয়েছে যে, বাংলা এই সুযোগ থেকে বঞ্চিত হবে না। দিল্লি, মুম্বই, দক্ষিণ ভারত সহ একাধিক লাইনে হাওড়া এবং শিয়ালদা থেকেও বন্দে ভারত স্লিপার ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে।