নিউজ পোল ব্যুরো: প্রয়াত ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী হাফিজ আবদুল রহমান মক্কি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বলে, সূত্রের খবর। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে এক সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হয়েছে। রক্তে শর্করা বেড়ে গিয়েছিল তাঁর।সেজন্যই পাকিস্তানের লাহোরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
হাফিজের মাথার দাম ১০ মিলিয়ন ডলার ধার্য করেছিল আমেরিকা। শুধু তাই নয় ২০১০ সালে আবদুল রহমান মক্কিকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট। তারপর থেকেই দীর্ঘদিন ধরে আবদুল রহমান মক্কিকে ‘গ্লোবাল টেররিস্ট’ ঘোষণার চেষ্টা চালাচ্ছিল নয়াদিল্লি। পরে সেই চেষ্টা সফল হয়। ২০২০ সালে মক্কিকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে তাঁকে গৃহবন্দি করার রায়ও দেওয়া হয়। এই সময়ের পর থেকে তাঁকে আর প্রকাশ্যে দেখা যায়নি। মনে করা হয়, সেই সময়ের পর থেকেই সে গৃহবন্দি ছিল।
উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বই হামলার ব্লু প্রিন্ট তৈরি হয়েছিল লস্কর প্রধান হাফিজ সইদের শ্যালক হাফিজের নেতৃত্বে। ঘৃণ্য সেই জঙ্গি হামলার শিকার হতে হয়েছিল ১৬৬ জন নিরীহ মানুষকে। সেই ষড়যন্ত্রে শামিল ছিল মক্কিও। পরে হাফিজ ও মক্কি দু’জনকেই গ্রেফতার করা হয় পাকিস্তান থেকে। গত বছর রাষ্ট্রসংঘের তরফে জঙ্গিদের সাহায্যের জন্য অর্থ সংগ্রহ করা ও জম্মু-কাশ্মীরের তরুণদের সন্ত্রাসবাদী কার্যকলাপে উৎসাহিত করা, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র-এই তিন অভিযোগে মক্কিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করা হয়েছিল।