নিজস্ব সংবাদদাতা, হুগলি: এ কী হল ভোলার? ভোলার আচরণে আতঙ্কিত গোটা চুঁচুড়ার মল্লিক কাশেম হাট চত্ত্বর। তার গুঁতোর ভয়ে আতঙ্কিত ব্যবসায়ী থেকে বাসিন্দা সকলেই। এখনও পর্যন্ত ভোলার গুঁতোয় আহত হয়েছেন অনেকেই। ভাবছেন ভোলাটা আবার কে? ভোলা হল একটি ষাঁড়।
প্রাণী সম্পদ দফতর সূত্রে খবর, পায়ে আঘাত পাওয়ার পর থেকে আহত হয়েছে ভোলা। সে জন্যই ভোলার এই আচরনে পরিবর্তন। তার চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে। এলাকাবাসীরা একসময় ভালোবেসে তার নাম রেখেছিল ভোলা। তবে স্বভাব মোটেই ভোলাভালা নয়। কয়েক দিন ধরেই তার মেজাজ বিগড়েছে। নধর চেহারার ষাঁড় ভোলার। চলাফেরা যেন রাজার মতন। তার আশ পাশ দিয়ে যায় কার ক্ষমতা। রোজ সকাল হলেই গুটি গুটি পায়ে বাজারে ক্রেতা বিক্রেতা আসার আগেই হাজির হয়ে যায় ভোলা। মাথায় ধারালো দু’টো লম্বা শিং নিয়ে আচমকাই গুঁতোতে আসছে সে। এরই মধ্যে ভোলার গুঁতো খেয়ে জখম হয়েছেন বেশ কয়েকজন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, যখন তখন আক্রমণ করছে। ভয়ে ভয়ে দোকানদারী করতে হচ্ছে। অন্যদিকে, হুগলি জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ দফতরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী বলেন, ‘আমি বিষয়টা জানতে পেরে প্রাণী সম্পদ দফতরের অধিকর্তাকে জানিয়েছি। ষাঁড়টির পায়ে গভীর ক্ষত আছে। পশু চিকিৎসককে জানানো হয়েছে। ওর চিকিৎসার প্রয়োজন।’