পুলিশের গাড়িতে আর লেখা থাকবেনা ‘কেপি’, নির্দেশ লালবাজারের

কলকাতা রাজ্য

নিউজ পোল,ব্যুরো: কলকাতা পুলিশের নিজস্ব গাড়ি হোক বা ভাড়া করা গাড়ি, তাতে সংক্ষিপ্ত আকারে লেখা থাকে ‘কেপি’। তবে এবার থেকে কলকাতা পুলিশের গাড়িতে আর কেপি লেখা যাবে না। এবার পুলিশ আধিকারিকদের গাড়ি থেকে ‘কেপি’ স্টিকার সরাতে কড়া নির্দেশ দিয়েছেন লালবাজার। যদিও ‘কলকাতা পুলিশ’ এই লেখা ব্যবহারের ক্ষেত্রে কোনও নির্দেশিকা না থাকলেও লোকেদের গাড়ি এবং বাইক থেকে ‘কেপি’ লেখা সরানোর নির্দেশ দিয়েছেন। লালবাজার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকেই শহরের বিভিন্ন মোড়ে পুলিশের গাড়ি দাঁড় করিয়ে এই স্টিকার খোলা হয়েছে।

সব ধরনের গাড়ি থেকে স্টিকার সরানোর নির্দেশ দিয়েছেন লালবাজার। পাঁচদিন আগেই লালবাজারের নামে সমস্ত ডিভিশন, গার্ড ও থানায় এই নির্দেশ পাঠানো হয়েছিল। কেপি স্টিকার ব্যবহার করা কর্মচারীদের সতর্কও করা হয় এবং তা খুলতে বলা হয়। কিন্তু এর পরেও ‘কেপি’ স্টিকার লাগিয়ে যাতায়াত চলছে। বৃহস্পতিবার আবারও জরুরি ভিত্তিতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রয়োজনে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন এবং জরিমানা করবেন বলেও জানিয়েছেন লালবাজার।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, অনেক গাড়ি রয়েছে যেগুলি এক সময় লালবাজারের তরফে ভাড়া নেওয়া হয়েছিল। সেই সময় গাড়িতে কলকাতা পুলিশের অংশ হিসেবে ‘কেপি’ স্টিকার লাগানো হয়েছিল। তবে সেরকম বহু গাড়ির বরাত বর্তমানে বাতিল হয়ে গিয়েছে। তবে তারপরও দেখা যাচ্ছে, ওই গাড়িগুলিতে কেপি স্টিকার লাগানো রয়েছে। আর সেই কেপি স্টিকারকে ঢাল করে এই গাড়িগুলির চালক বা মালিকরা ট্রাফিক আইন ভাঙছে। শুধু তাই নয়, কেপি স্টিকারের আড়ালে বিভিন্ন রকম অনৈতিক কাজকর্মেরও অভিযোগ সামনে এসেছে। সম্প্রতি এই ধরনের বেশ কিছু ঘটনা কলকাতা পুলিশের নজরে এসেছে। তারপরেই এমন পদক্ষেপ লালবাজারের।

তাছাড়া লালবাজারের অন্য একটি সূত্র জানিয়েছেন, ‘কেপি’ লেখা এসএমএস পাঠিয়ে সাইবার জালিয়াতির অনেক ঘটনা ঘটছিল। ভুয়ো বার্তাও পাঠানো হচ্ছিল। তাই এই উদ্যোগ বলে দাবি।