নিউজ পোল,ব্যুরো: মেলবোর্নে চলছে ভারত বনাম অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্ট। বক্সিং ডে টেস্টের মাঝেই প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার রাতে দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। শুক্রবার তাই মেলবোর্নেই মনমোহন সিংকে শ্রদ্ধা জানালেন ভারতীয় ক্রিকেট দল। ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। তাঁর আমলেই ভারত ২০০৭ এবং ২০১১ সালে T20 বিশ্বকাপ এবং ওডিআই বিশ্বকাপ জিতেছিল।
তৎকালীন প্রধানমন্ত্রী দুবারের বিশ্বকাপ জয়ের পরই এমএস ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দলের সঙ্গে দেখা করছিলেন এবং শুভেচ্ছা জানিয়েছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কালো আর্ম ব্যান্ড পরা খেলোয়াড়দের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে হাতে কালো ব্যান্ড পরলেন টিম ইন্ডিয়ার সদস্যরা। শ্রদ্ধা জানানো হয় বিসিসিআইয়ের তরফে।