লাড্ডুর লোভ দেখিয়ে খুন দুই নাবালিকাকে

দেশ

নিউজ পোল, ব্যুরো: দুই বোনকে খুনের অভিযোগ উঠল রাঁধুনির বিরুদ্ধে! জানা যাচ্ছে, লাড্ডুর লাভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা করা হচ্ছিল রাজি না হতেই খুন।

পুলিশ জানিয়েছে, দুই নাবালিকা পুনের রাজগুরুনগরের একটি বাড়িতে তাদের বাবা-মায়ের সঙ্গে থাকত। ওই বাড়ির দোতলায় থাকতেন অভিযুক্ত। তার সঙ্গে আরও কয়েকজন থাকতেন। তাঁরাও পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানিয়েছেন পুলিশ। তবে ঘটনার পাঁচ দিন আগে বাকিরা বাড়ি ফিরে গেলেও অভিযুক্ত রাঁধুনি থেকে গিয়েছিলেন। বুধবার সন্ধ্যায় বাড়ির সামনে দুই বোন খেলছিল। তাদের বয়স যথাক্রমে ৯ এবং ৮ বছর। দুই নাবালিকার বাবা-মা কাজে গিয়েছিলেন বাড়িতে দুই বোন একাই ছিলেন।

পুলিশ সুপার জানিয়েছে, অভিযুক্ত ওই দুই বোনকে লাড্ডু খেতে ডেকেছিলেন। তারা রাঁধুনির ঘরে ঢুকতেই বড় বোনকে ধাক্কা দিয়ে বাথরুমে ঢুকিয়ে বাইরে থেকে লক করে দেন। ছোট বোন সেই দৃশ্য দেখে চিৎকার করতে থাকে। অভিযোগ, তার মুখ বন্ধ করতে প্রথমে স্টিলের পাইপ দিয়ে তার মাথায় আঘাত করে বলে জানা গেছে। তারপর মৃত্যু নিশ্চিত করতে ঘরে রাখা জলের ড্রামের মধ্যে মাথা চুবিয়ে ধরেন। এরপর বড় বোনকেও বাথরুম থেকে বের করে ধর্ষণের চেষ্টা করা হলে সেও চিৎকার করতে শুরু করে। তাকেও ড্রামের মধ্যে মাথা চুবিয়ে রাখে এবং মৃত্যু হয় বড় বোনের। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান । এরপরই পুলিশ রাঁধুনির খোঁজে তল্লাশি শুরু করে। পুণের একটি লজ থেকে তাঁকে গ্রেফতার করা হয়।