হাসপাতালের বেডে শুয়ে ক্ষমা চাইলেন অভিনেতা

পেজ 3

নিউজ পোল,ব্যুরো: ২৭ ডিসেম্বর, শুক্রবার তাঁর জন্মদিন। তার আগেই হাসপাতালের বিছানায় শুয়ে অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। কিন্তু হাসপাতালের বিছানায় শুয়ে থাকলেও অভিনেতার মুখে হাসি ছিল। কিন্তু কী হয়েছে তাঁর?

সাহেব জানান, এবার তাঁর ৪৮ তম জন্মদিন। এই প্রথম জন্মদিনে মা, স্ত্রী, সন্তানদের থেকে আলাদা অভিনেতা। শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। সেই কারণে ২৬ এবং ২৮ তারিখের দুটি অনুষ্ঠানও বাতিল করতে হয়েছে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অনুষ্ঠানের আয়োজকদের কাছে। আশা করব, তাঁরা আমার পরিস্থিতি বুঝতে সক্ষম হবে।

সাহেব জানিয়েছেন, ‘তাঁর রক্তে সংক্রমণ ধরা পড়েছে। কড়া অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে তাঁকে। কয়েক দিন ধরেই জ্বর। ডেঙ্গি পরীক্ষার রিপোর্টেও কিছু পাওয়া গেল না। তারপর হঠাৎ টনসিল ফুলে গেল। কোনও খাবার খেতে পারছিলাম না। ওষুধ খেয়েও কমছিল না। শুধু বমি হচ্ছিল। ডাক্তারের পরামর্শে তারপর হাসপাতালে ভর্তি হতে হল।’

প্রসঙ্গত, তিনি বর্তমানে মাধবনের নতুন ছবি ‘আপ জ্যায়সা কোয়ী’ র শুটিং করছেন। তবে সাহেব চট্টোপাধ্যায় এর আগেও বলিউডে কাজ করেছেন। তবে এবারই প্রথম বিগ বাজেটের বাণিজ্যিক ছবিতে দেখা যাবে সাহেবকে।