নিউজ পোল, ব্যুরো: রাজভবনের ভারপ্রাপ্ত মহিলা অফিসার শান্তি দাস বসাকের স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না! বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। হাওড়ার পেনরো থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন শান্তি। স্বামীকে খুঁজতে তিনি সামাজিক মাধ্যমের সাহায্য নেন। শুক্রবার নিউজ পোলের তরফে, শান্তি দাস বসাকের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাঁর স্বামী বাড়ি ফিরে এসেছেন। তবে এখনও ঘোরের মধ্যে আছেন বলে বেশি কিছু জানাতে চাননি তিনি।
দীপাঞ্জন বৃহস্পতিবার হাওড়ার দিকে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন বলে জানান শান্তি। এরপর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। রাতে বাড়ি না ফেরায় শান্তি বৃহস্পতিবার সকালে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। তিনি বলেন,‘‘আমার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত কয়েক দিন ধরে যেন সব কিছুতেই ওর অনীহা ছিল। মনখারাপ করে ছিল কোনও কারণে। প্রশাসনিক মহলে এই খবর জানিয়েছি। রাজভবনেও জানাবো। ও ফিরলে কাউন্সিলিং করানোর ভাবনাচিন্তা রয়েছে আমাদের।
কলকাতা পুলিশ মহলে বেশ সুনাম শান্তির। এক সময় তিনি মানবাধিকার কমিশনের সঙ্গে যুক্ত ছিলেন। রাজ্য গোয়েন্দা বিভাগেও দায়িত্বে ছিলেন শান্তি। বর্তমানে তিনি রাজভবনে কর্মরত। সেখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন শান্তি। তাঁর স্বামীর নাম দীপাঞ্জন বসাক। জানা গেছে, অভিনয় জগতের সঙ্গে যুক্ত তিনি।
সোশ্যাল মিডিয়ায় স্বামীর ছবি পোস্ট করেছেন শান্তি। ক্যাপশনে লিখেছেন,” আমার স্বামী দীপাঞ্জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের সকলে খুব চিন্তিত। কেউ ওর খোঁজ পেলে অবশ্যই জানাবেন।”