২০২৪-এ ক্রীড়া জগতের গৌরবের ছটায় আলোকিত ভারতমাতা

ক্রীড়া

নিউস পোল ব্যুরো : পুরনো বছরের সকল কষ্ট, বেদনা, ব্যার্থতা, হতাশা ভুলে নতুন বছরকে স্বাগত জানানোর সময় এসেছে। অতীত হতে চলা ২০২৪ সালে শিরোনামে উঠে এসেছে কখনো সুখময় স্মৃতি আবার কখনো বেদনাদায়ক ঘটনা। এর মধ্যে আমরা বেদনাদায়ক ঘটনা থেকে শিক্ষা নিয়ে সুখের ঘটনা গুলিকে মনে রেখে আমাদের জীবনকে আনন্দময় করে তুলবো। আমাদের ভারতমাতাকে বিশ্বের দরবারে গৌরবান্বিত করেছিলেন একঝাঁক ভারতীয় তারকা যেমন টি-টো বিশ্বকাপ জয় থেকে শুরু করে প্যারিস অলিম্পিকে সাফল্য আলোকিত করে। ভারতকে ২০২৪ এর শেষে তাঁদেরই স্মরণে নিউস পোল।

T-20বিশ্বকাপ ভারতীয়দের জয়

T-20 বিশ্বকাপ প্রথম শুরু হয়েছিল ২০০৭ সালে। প্রথম বছরেই এম এস ধোনির নেতৃত্বে পাকিস্তানকে হারিয়ে T-20 বিশ্বের চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তারপর ১৭ বছর অবসানের পর ২০২৪ সালে ভারত দ্বিতীয়বার T-20 বিষয় চ্যাম্পিয়ন হয়। ২০২৪ সংস্করণে টুর্নামেন্টই ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা আয়োজিত হয়েছিল। T-20 দল নিয়ে এই T-20 দল ৪ টি গ্ৰুপে ভার করা হয়। বার্বাডোজে আয়োজিত এবারের T-20 বিশ্বকাপ ফাইনালে ভারত দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে পরাস্ত করে বিষয় চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করেছে। সেই সঙ্গে স্বপ্নপূরণ হয়েছে কোটি কোটি ভারতীয়দের। টিম ইন্ডিয়া বিশ্বকাপ জয়ের পাশাপাশি একাধিক নজির গড়ে তুলেছে ভারতীয় ক্রিকেটাররা। কোনটি ব্যক্তিগত আবার কোনটি দলগতভাবে। সবচেয়ে গর্বের বিষয় বিশ্বকাপে কোনো ম্যাচ হারেনি ভারতীয় দল। প্রথম দেশ হিসেবে অপরাজিত থেকে T-20 বিশ্বকাপ জিতেছে ভারত। ভারতের একমাত্র ক্রিকেটের হিসেবে ২ বার T-20 বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেন রোহিত শর্মা, যিনি এবারে দলের অধিনায়ক ছিলেন। এছাড়া তিনি ৫০টি আন্তর্জাতিক T-20 ম্যাচ জয়ের নজির গড়েছেন বিষয়ের প্রথম অধিনায়ক হিসাবে। ভারতের দ্বিতীয় ক্রিকেটের হিসেবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ৩টি বড়ো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করলেন বিরাট কোহলি। এছাড়া ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ পুরস্কার পেলেন তিনি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জাসপ্রিত বুমরাহ, সর্বাধিক উইকেট প্রাপক হয়েছেন অর্শদীপ সিং। BCCI-এর তরফ থেকে টিম ইন্ডিয়ার বিজয় পুরস্কার হিসেবে ১২৫ কোটি টাকা ঘোষণা করা হয়।

প্যারিস অলিম্পিক
২০১৭ সালের আন্তর্জাতিক কমিটির ১৩১ তম অধিবেশনে প্যারিসকে অলিম্পিক গেমসের আয়োজক হিসেবে বেছে নেওয়া হয়। ২০২৪ সালে ২৬ জুলাই থেকে ১১অগাস্ট পর্যন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রায় ১১০০০ প্রতিযোগী অংশ নেয়। ৩২ টি ক্রীড়াক্ষেত্রে ৩২৯টি ইভেন্ট ছিল। এবারে নতুন একটি ইভেন্ট যুক্ত হয় ব্রেক ডান্স। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ১ লক্ষ্য ৪৫ হাজার দর্শক সমবেত হয়। ৪০টি সোনাসহ মোট ১২৬টি পদক পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্র পদক তালিকায় শীর্ষে থাকে। সমসংখ্যক সোনাসহ ৯১টি পদক নিয়ে চীন থাকে দ্বিতীয় স্থানে।
ভারতের জন্য অলিম্পিক ছিলো একটু হতাশার। মাত্র ১টি রূপো ও পাঁচটি ব্রোন্জে নিয়ে ভারত পদক তালিকায় ৭১ নম্বরে থেকে প্রতিযোগিতা শেষ করে। ২০২০ তে সোনাজয়ী নীরাজ চোপড়া এই প্রতিযোগিতায় রূপো যেতেন। প্রথম মহিলা হিসেবে মনু ভাকর শুটিং এ পদক যেতেন। হরমোনপ্রীত সিং এর নেতৃত্বে ভারতীয় হকি দল অনবদ্য দক্ষতা দেখিয়ে ব্রোঞ্জ পদক যেতে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাক ২০২৪ প্যারিস অলিম্পিকের সমাপ্তি ভাষণে বলেন, ‘Every performance , sparkling excitement around the world. You showed us what greatness we humans are capable of.’