দুরন্ত সেঞ্চুরি নীতিশ রেড্ডির, ‘পুষ্পা’ স্টাইলে সেলিব্রেশন

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ চলছে। যেখানে অস্ট্রেলিয়া ৪৭৪ রানের টার্গেট সেখানে তৃতীয় দিনের শুরুতে ধুকতে শুরু করেছিল ভারত। তখনই ত্রাতা হিসেবে ধরা দিলেন নীতিশ রেড্ডি। বিদেশে ২২ গজের দুরন্ত ছন্দে ছেলে নীতিশ রেড্ডি আর গ্যালারিতে বসে সেই দৃশ্যের সাক্ষী হলেন বাবা মুত্যালা রেড্ডি। হাফ সেঞ্চুরি করে এই মুহূর্তটাকে আরও বেশি মজাদার করে তুললেন নিতিশ কুমারের রেড্ডি। সুপারির ছবি ‘পুষ্পা’র ঝুকেগা নেহি…. স্টাইলে সেলিব্রেশন করলেন।

এরপর ৯৬ রানে ব্যাট করছেন ছেলে নীতীশ কুমার রেড্ডি। দর্শকের সঙ্গে গ্যালারিতে বসে চোখ বন্ধ করে প্রার্থনা করছেন বাবা মুত্যালা রেড্ডি। তারই মাঝে আবার লাথান লিয়নের বলে ৫০ রানে আউট হন ওয়াশিংটন সুন্দর। এরপরই শূন্য রানেই আউট হয়ে ফেরেন জশপ্রীত বুমরাহ। তখনও সেঞ্চুরি থেকে ১ রান দূরে নীতীশ। তবে বাবার প্রার্থনা ব্যর্থ হয়নি। অজি বাহিনীর পাহাড় প্রমাণ রানের চাপ সামলেই টেস্ট প্রথম সেঞ্চুরি হাঁকালেন নীতীশ।

মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার পাহাড় প্রমাণ ৪৭৪ রানের বোঝায় যখন তৃতীয় দিনের শুরুতে ধুকতে শুরু করেছে ভারত, তখনই ত্রাতা হিসেবে ধরা দিলেন নীতীশ। প্রথম একাদশে তাঁকে রাখা নিয়ে নানা বিতর্ক ছিল। কিন্তু বর্ডার গাভাসকর সিরিজে নিজেকে প্রমাণ করতে কোনও খামতি রাখেননি এই অলরাউন্ডার। ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজার মতো গুরুত্বপূর্ণ দুটি উইকেটের পতনের পর মাঠে নেমে দলকে অক্সিজেন দিয়ে চললেন নীতীশ রেড্ডি। সঙ্গী তখন ওয়াশিংটন সুন্দর। নীতীশের ব্যাট থেকে ৮১ বলে এল অর্ধ শতরান। তবে যে চাপের মুহূর্তে দায়িত্ব নিয়ে এই রান তিনি করলেন, সেটাই ভারতীয় শিবিরের কাছে বড় পাওনা। ভারতকে ফলো অনের চাপ থেকেও মুক্ত করেন তিনি। আর পাঁচদিনের ক্রিকেটে প্রথমবার হাফ সেঞ্চুরি করেই একেবারে ‘পুষ্পা’ আল্লু অর্জুনের সিগনেচর স্টাইলে করলেন সেলিব্রেশন। ব্যাট হাতে বোঝালেন, ‘ঝুকেগা নহি’। বর্তমানে সোশ্যাল মিডিয়ার চর্চায় সেই দৃশ্যের ভিডিও।