কচ্ছপের মাংস খেয়ে এক পরিবারের ৫ জন অসুস্থ, মৃত ১

রাজ্য

নিউজ পোল ব্যুরো : কচ্ছপের মাংস ও খিচুড়ি খেয়ে বীরভূমে মৃত্যু হল এক ব্যক্তির। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি একই পরিবারের ৫জন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আরও কেউ এই মাংস খেয়ে অসুস্থ কি না তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম স্বাধীন বাগদি(৪৮)। তিনি বীরভূমের কাঁকড়তলা থানার দুবরাজপুরের বাসিন্দা। দুবরাজপুর হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁর স্ত্রী মটরা বাগদি ও আত্মীয় ভুবন বাগদি। তাছাড়াও স্থানীয় হাসপাতালে ভর্তি আরও তিনজন।


দুই-তিন দিন আগে, এক পরিবারের সবাই রাতে কচ্ছপের মাংসের সাথে খিচুড়ি খেয়েছিল। খাওয়ার কিছুক্ষণ পর থেকেই তাঁদের সবার বমি, পায়খানা হওয়া শুরু হয়। পরিস্থিতি গুরুতর হওয়ায় তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।তাঁদের মধ্যে স্বাধীনবাবু ও মটর বাগদির অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁদের সিউড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেও স্বাধীনবাবুর শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। শুক্রবার রাতে তাঁকে আরও উন্নত চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু শনিবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কচ্ছপের মাংস খাওয়ার কারণেই এই পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েছেন। তবে সঠিক কারণ জানতে বিস্তারিত তদন্তের প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।