নিউজ পোল,ব্যুরো: এসেছিলেন পিৎজা ডেলিভারি দিতে। তারপরেই টিপস নিয়ে শুরু হয় বচসা। ক্ষোভে ফুঁসে উঠে অন্তঃসত্ত্বার পেটে ১৪ বার ছুরির কোপ মারলেন সেই মহিলা ডেলিভারি পার্সন! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ফ্লোরিডায়।
এদিন পরিবারের এক সদস্যের জন্মদিন উদযাপন করতে হোটেলে গিয়েছিলেন এক অন্তঃসত্ত্বা মহিলা। পার্টি চলাকালীন তিনি পিৎজা অর্ডার করেছিলেন। মার্কোর পিৎজা শপের হয়ে ডেলিভারি করতে এসেছিলেন অভিযুক্ত ব্রায়ানা আলবেলো। ভারতীয় মুদ্রায় পিৎজার দাম ছিল ২৮০০ টাকা। পিৎজা ডেলিভারির পর আলবেলোকে ৪৩০০ টাকা দেওয়া হয়েছিল। তাঁকে ২৮০০ কেটে ব্যালেন্স ফেরত দিতে বলা হয়েছিল। তবে খুচরো না থাকায় সমস্যায় পড়েন আলবেলো। তারপর শুরু হয় টিপস নিয়ে বচসা। অন্তঃসত্ত্বা মহিলা অভিযুক্ত তরুণীকে ২ ডলার টিপস দেন। ভারতীয় মুদ্রায় যার মূল্য ১৭০ টাকা। যেটা আলবেলোর পছন্দ হয়নি। তখন অভিযুক্ত তরুণী সেখান থেকে চলে যান।
আলবেলো ঘটনায় ক্ষুব্ধ হয়ে তার এক সঙ্গীকে নিয়ে হোটেলে আসেন। পুলিশ জানিয়েছে, ওই সময় অন্তঃসত্ত্বা মহিলা তাঁর স্বামী ও সন্তানের সঙ্গে ছিলেন। সন্তানকে বাঁচাতে গেলে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন আলবেলো। ১৪ বার ছুরির কোপ মারেন পেটে। তবে পুলিশ আসার আগেই অভিযুক্ত পালিয়ে যান। আহত মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তিনি এখন সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু রক্ষা পাননি আলবেলো। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। আরেকজনের খোঁজে চলছে তল্লাশি।