অবশেষে শেষ বাঘবন্দি খেলা? বাঘিনিকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি বন দফতরের
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: অবশেষে বাগে আসতে চলেছে বাঘিনি জিনাত? আজ শনিবার তাকে লক্ষ্য করে রানিবাঁধে ঘুমপাড়ানি গুলি করা হয়। বনদফতর সূত্রে জানা গেছে গুলি বাঘিনি জিনাতের পায়ে লেগেছে। সেই গুলি বাঘিনির গায়ে লেগেছে তা কাজ করছে কি না তার দিকে কড়া নজর বনকর্মীদের।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে বারবার তাকে বাগে আনার চেষ্টা চালালেও জিনাতকে বাগে আনতে পারেননি বন দফতরের কর্মীরা। এদিন সকাল থেকেই নতুন উদ্যমে তৎপর হয়ে ওঠেন বনকর্মীরা। সূত্রের খবর, ড্রোন উড়িয়ে রেডিও কলার লাগানো বাঘিনিকে বন্দি করতে তৎপর হয়ে ওঠেন বনকর্মীরা। এরপরে এদিন সকালে তার দেখা পাওয়া মাত্রই তাকে লক্ষ্য করে ঘুম পাড়ানি গুলি ছোড়েন বনকর্মীরা। তবে গুলি গায়ে লেগেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
শনিবার বাঁকুড়ার গোঁসাইডিহি গ্রামের খুবই কাছে এসে পড়েছিল বাঘিনি জিনাত। জনবসতির কাছাকাছি আসতেই গ্রাম জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। বাঘকে দেখতে এরই মধ্যে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিন ভোরে গ্রামের প্রধান রাস্তা দিয়ে জিনাত গ্রাম লাগোয়া জঙ্গলে প্রবেশ করেছে বলে জানা গিয়েছে। গ্রামের রাস্তায় বাঘিনির পায়ের ছাপ দেখেই তা বুঝতে পারেন স্থানীয়রা। পরে বন দফতর গ্রামে গিয়ে ট্র্যাকিং ডিভাইসের সাহায্যে বাঘিনির লোকেশন ট্র্যাক করতে সমর্থ হন। গ্রামের সীমানা ঘিরে ফেলা হয় নাইলনের জালে। গোটা গ্রাম জুড়ে আতঙ্কের ছাপ স্পষ্ট। এখন তার সন্ধান পাওয়ার পর বাঘিনিকে ধরতে চূড়ান্ত তৎপর হয়ে ওঠেন বন দফতরের কর্মী।
অবশেষে শেষ বাঘবন্দি খেলা? বাঘিনিকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি বন দফতরের
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: অবশেষে বাগে আসতে চলেছে বাঘিনি জিনাত? আজ শনিবার তাকে লক্ষ্য করে রানিবাঁধে ঘুমপাড়ানি গুলি করা হয়। বনদফতর সূত্রে জানা গেছে গুলি বাঘিনি জিনাতের পায়ে লেগেছে। সেই গুলি বাঘিনির গায়ে লেগেছে তা কাজ করছে কি না তার দিকে কড়া নজর বনকর্মীদের।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে বারবার তাকে বাগে আনার চেষ্টা চালালেও জিনাতকে বাগে আনতে পারেননি বন দফতরের কর্মীরা। এদিন সকাল থেকেই নতুন উদ্যমে তৎপর হয়ে ওঠেন বনকর্মীরা। সূত্রের খবর, ড্রোন উড়িয়ে রেডিও কলার লাগানো বাঘিনিকে বন্দি করতে তৎপর হয়ে ওঠেন বনকর্মীরা। এরপরে এদিন সকালে তার দেখা পাওয়া মাত্রই তাকে লক্ষ্য করে ঘুম পাড়ানি গুলি ছোড়েন বনকর্মীরা। তবে গুলি গায়ে লেগেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
শনিবার বাঁকুড়ার গোঁসাইডিহি গ্রামের খুবই কাছে এসে পড়েছিল বাঘিনি জিনাত। জনবসতির কাছাকাছি আসতেই গ্রাম জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। বাঘকে দেখতে এরই মধ্যে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিন ভোরে গ্রামের প্রধান রাস্তা দিয়ে জিনাত গ্রাম লাগোয়া জঙ্গলে প্রবেশ করেছে বলে জানা গিয়েছে। গ্রামের রাস্তায় বাঘিনির পায়ের ছাপ দেখেই তা বুঝতে পারেন স্থানীয়রা। পরে বন দফতর গ্রামে গিয়ে ট্র্যাকিং ডিভাইসের সাহায্যে বাঘিনির লোকেশন ট্র্যাক করতে সমর্থ হন। গ্রামের সীমানা ঘিরে ফেলা হয় নাইলনের জালে। গোটা গ্রাম জুড়ে আতঙ্কের ছাপ স্পষ্ট। এখন তার সন্ধান পাওয়ার পর বাঘিনিকে ধরতে চূড়ান্ত তৎপর হয়ে ওঠেন বন দফতরের কর্মী। Royal Bengal Tiger Zinat