হিডকো জমি বিক্রির নামে প্রতারণা, গ্রেফতার এক মহিলা

কলকাতা শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টাউনের হিডকোতে জমি বিক্রয়ের নামে প্রতারণার শিকার হওয়া একাধিক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ এক মহিলাকে গ্রেফতার করেছে। দমদম এলাকার জয়শ্রী বন্দ্যোপাধ্যায় নামে ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, তিনি হিডকোর ভুয়ো জমি দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। সূত্রের খবর, জয়শ্রী একটি প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত ছিলেন।

এর আগেও এই প্রতারণা মামলায় বিধাননগর গোয়েন্দা শাখা দুজন ব্যক্তিকে গ্রেফতার করেছিল। তাদের জিজ্ঞাসাবাদেই উঠে আসে এই মহিলার নাম। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, জয়শ্রী এবং তার সহযোগীরা নিউটাউনের হিডকো এলাকায় জমি বিক্রির বিজ্ঞাপন দিত। আগ্রহী ক্রেতাদের কাছে তারা হিডকোর ভুয়ো দলিল দেখিয়ে বিশ্বাস অর্জন করত। ক্রেতারা যখন তাদের বিশ্বাস করে টাকা দিতেন, তখনই তারা সেই টাকা নিয়ে পালিয়ে যেত এবং ক্রেতাদের সাথে আর কোনো যোগাযোগ রাখত না।

প্রতারিত ব্যক্তিরা যখন বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেন, তখন তদন্ত শুরু করে পুলিশ। মামলার তদন্তে পুলিশ দুজন ব্যক্তিকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদে জয়শ্রীর নাম উঠে আসে। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে।