রাশিফলে আজকের দিন

রাশিফল

বৈদিক পঞ্জিকা অনুসারে আজ পৌষ কৃষ্ণা ত্রয়োদশী তিথি। আজ থাকছে শূল যোগ ও গণ্ড যোগের প্রভাব। আজকের দিনটি কোন রাশির কেমন কাটবে, তা বিস্তারিত জেনে নিন-

মেষ: নতুন কাজের দিশা পাবেন আপনি। তবে মায়ের স্বাস্থ্য খারাপ হওয়ার আপনার উদ্বেগ বাড়বে। অর্থ সঞ্চয়ের পরিমাণ বাড়বে। সবাইকে বিশ্বাস করলে আজ ঠকতে হতে পারে।

বৃষ: ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রোম্যান্টিক দিকে গড়াতে পারে। একে অপরের সঙ্গ উপভোগ করবেন। সুখী হবেন। মনের অনুভূতিগুলো নিশ্চিন্তে তাঁর সঙ্গে ভাগ করে নিতে পারেন। সামগ্রিকভাবে একটা দুর্দান্ত যাত্রার সূচনা হতে চলেছে বলে আশা করা যায়।

মিথুন: পরপোকারের জন্য আজ আপনার অর্থ ব্যয় হতে পারে। ভুল সিদ্ধান্ত ও ভুল ব্যবস্থাপনা সংক্রান্ত কারণে আজ কর্মস্থলে সমস্যার মুখে পড়তে পারেন। শরীর বিশেষত গলার সমস্যায় কষ্ট পেতে পারেন।

কর্কট : ফের রোম্যান্টিক টান জেগে উঠতে পারে। তবে এর জন্য উভয়কেই একে অন্যের সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতে হবে।

সিংহ: মনের কথা প্রকাশ করার এটাই সুযোগ। ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার জন্য সাহসী উদ্যোগ নিন।

কন্যা: কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি মূলত ইতিবাচক হবে। ধৈর্য এবং কঠোর পরিশ্রম তাই ভাল ফল দেবে। অতএব, ইতিবাচক চিন্তা করুন এবং এগিয়ে যান।

কুম্ভ: কর্মক্ষেত্রেও কিছু ইতিবাচক পরিবর্তন হতে পারে। আপনার ধারণা শেয়ার করা শুধুমাত্র আপনার ক্ষমতাকেই তুলে ধরবে না, বরং দলে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকার বিকাশ ঘটাবে।

মীন: কিছুটা হতাশও হয়ে পড়তে পারেন। তবে দর্শনেই আপনার মন জিতে নিতে পারে, এমন কারও সঙ্গে সম্প্রতি দেখা হয়নি। তবে হতাশ হবেন না।

ধনু: যদি এখনও অবিবাহিত থেকে থাকেন তাহলে দৃষ্টিভঙ্গী বদলান। সঙ্গীর থেকে আপনি কী চান তা পুনরায় বিবেচনা করা প্রয়োজন।

বৃশ্চিক: নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসায় আজ বেশি লাভ হবে। কেরিয়ারে আজ নতুন কারওর সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন না। অফিসে আপনার সামনে প্রতিকূল পরিস্থিতি তৈরি হবে। অর্থ উপার্জন বাড়বে।

মকর: কর্মক্ষেত্রে আজ আপনার পদস্খলন হতে পারে। অহেতুক বাকবিতন্ডা থেকে নিজেকে দূরে রাখুন। সব কাজে আজ বাধার মুখে পড়তে হতে পারে।

তুলা: পারিবারিক দ্বন্দ্ব আজ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে তুলা রাশির জাতকরা। এডিটিং, প্রকাশনা ও পর্যটনের ব্যবসা আজ ভালো যাবে।