নিউজ পোল ব্যুরো : যুদ্ধবিধ্বস্ত গাজা। ইসরায়েলি সেনা সম্প্রতি গাজায় পাঁচ সাংবাদিককে খুন করেছে। ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত আঞ্চলিক প্রশাসন জানিয়েছে,দক্ষিণ গাজা উপত্যকায় একটি বিমান হামলায় পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন।
৭ অক্টোবর, ২০২৩-এ হামাস যোদ্ধারা গাজা সীমান্ত থেকে ইজরায়েলের উপর আক্রমণ শুরু করার পর থেকে যুদ্ধ পরিস্থিতির তৈরি হয়েছে। উপরন্তু, সাংবাদিকরা ক্রমাগত ইজরায়েলি সেনাবাহিনীর নিশানা হচ্ছেন। পরবর্তী লেবাননেও একই ঘটনা ঘটে। ইজরায়েলি হামলায় রয়টার্স, আল জাজিরাসহ অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম কর্মীরা নিহত হয়েছেন।
পশ্চিম এশিয়ার সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, পাঁচ সাংবাদিক খবর সংগ্রহের জন্য নুসেইরত শরণার্থী শিবিরের কাছে আল-আওদা হাসপাতালে গিয়েছিলেন। তাঁদের গাড়িতে বড় অক্ষরে “প্রেস” লেখা ছিল। তা সত্ত্বেও ইজরায়েলি বোমারু বিমান হামলা চালায় গাড়িটিতে। নিহতরা সবাই প্যালেস্টাইনি। জানা গিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইজরায়েলের হামলায় কমপক্ষে ১৪১ জন সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন বহুজন।