মহিলা বন্দিরা পাবেন শ্যাম্পু ও প্রসাধন সামগ্রী

দেশ স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: মধ্যপ্রদেশ সরকারের একটি উল্লেখযোগ্য উদ্যোগে, রাজ্যের সকল সংশোধনাগারে বন্দি থাকা মহিলাদের জন্য নতুন সুযোগ-সুবিধা চালু করা হয়েছে। নতুন বছর থেকেই মহিলা কয়েদিরা প্রতি সপ্তাহে শ্যাম্পু এবং প্রতি মাসে রোম তোলার ক্রিম পাবেন। এছাড়াও, তাদের খাবারের মান উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

মধ্যপ্রদেশ কারা দফতর সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল মহিলা কয়েদিদের স্বাস্থ্যবিধি মেনে চলতে সাহায্য করা। নতুন বছর থেকে প্রতি সপ্তাহে এক বার করে শ্যাম্পু পাবেন মহিলা বন্দিরা। প্রতি মাসে এক বার করে রোম তোলার ক্রিম দেওয়া হবে তাঁদের। দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি থাকার কারণে তাদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা খুবই জরুরি। এই নতুন ব্যবস্থার মাধ্যমে মহিলা কয়েদিরা নিজেদেরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারবেন।

খাবারের ক্ষেত্রেও উন্নয়নের কথা চিন্তা করেছে কারা দফতর। নতুন বছর থেকে মহিলা বন্দিদের খাবারের সাথে স্যালাড দেওয়া হবে। এছাড়াও, দুধ, চা, ডাল এবং তেলের দৈনিক বরাদ্দে সামান্য বৃদ্ধি করা হয়েছে। এর ফলে মহিলা বন্দিরা পুষ্টিকর খাবার পাবেন এবং তাদের স্বাস্থ্যের উন্নতি হবে। মূলত গান্ধী জয়ন্তী থেকে এই নতুন ব্যবস্থা চালু করার পরিকল্পনা ছিল কারা দফতরের। কিন্তু বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়। শেষ পর্যন্ত ১ জানুয়ারি থেকে এই সুবিধা চালু করা হবে।

অন্যদিকে, মধ্যপ্রদেশের জেলগুলিতে বন্দিদের সংখ্যা বৃদ্ধির ফলে ভিড়ের সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে রাজ্যের জেলগুলিতে ৪৩ হাজার বন্দি রয়েছে, যদিও তাদের রাখার ব্যবস্থা রয়েছে ৩৬ হাজারের। এই অতিরিক্ত বন্দিদের চাপ সামাল দিতে কী পদক্ষেপ করা যায়, তা নিয়ে মধ্যপ্রদেশ সরকার চিন্তাভাবনা করছে।এই সমস্যা কেবল মধ্যপ্রদেশেই নয়, দেশের অন্যান্য রাজ্যের জেলগুলিতেও দেখা যায়। উদাহরণস্বরূপ, মুম্বই কেন্দ্রীয় সংশোধনাগারে ৫০ জন বন্দিকে রাখার জায়গা থাকলেও বর্তমানে ২০০-২২০ জন বন্দি রয়েছে।