নিজস্ব প্রতিনিধি, মালদহ: মালদহ জেলার চাঁচোল থানার একটি আমবাগান থেকে উদ্ধার হয় এক তরুণীর পোড়া দেহ। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা এই ভয়াবহ দৃশ্য দেখতে পান। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনে ডাউন রাধিকাপুর এক্সপ্রেস থেকে আবু তাহের নামে এক যুবককে গ্রেফতার করা হয় পুলিশ।
সোমবার সকালে চাঁচোলের একটি আমবাগান থেকে এক তরুণীর পোড়া দেহ উদ্ধার হয়। মৃতদেহটি এতটাই পুড়ে গিয়েছিল যে তাকে চিনতে পারা যাচ্ছিল না। শনিবার পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশন থেকে আবু তাহের নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাকে এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত বলে মনে করা হচ্ছে।ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি, জুতো, নাকছাবি এবং একটি হার উদ্ধার করা হয়েছে।
পুলিশের ধারণা, মহিলাকে বৃহস্পতিবার রাতে খুন করে তার দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রমাণ লোপাট করার জন্যই এই নৃশংস কাজটি করা হয়েছে। মৃতদেহের ময়নাতদন্ত চলছে। ডিএনএ পরীক্ষা এবং ফরেন্সিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ মৃত মহিলার পরিচয় জানার চেষ্টা করছে। মালদহের অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন, চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা এবং আইসি পূর্ণেন্দু কুন্ডু এই ঘটনার তদন্তে নেতৃত্ব দিচ্ছেন।