নিউজ পোল, ব্যুরো: আজ শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছে। দিল্লির নিগম বোধ ঘাটে চলছে শেষকৃত্যের অনুষ্ঠান। যমুনার তীরে দেওয়া হবে ২১ বার গান স্যালুট।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ৯২ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাঁর হাত ধরেই দেশে উদারনৈতিক অর্থনীতির সূচনা হয়েছিল। তাঁর মৃত্যুতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সব সরকারি ভবনের ওপরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এদিন সকাল থেকেই একে একে রাজনৈতিক নেতারা ভিড় করেন মনমোহনের বাসভবনে। বৃষ্টি উপেক্ষা করে একে একে এসে শ্রদ্ধা জানিয়ে যান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা-সহ অন্যান্যরা। আসেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব, সিপিআইএম পলিটব্যুরোর কো-অর্ডিনেটর প্রকাশ কারাত-সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব। ছিলেন কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও।
মনমোহন সিংয়ের শেষকৃত্য অনুষ্ঠান যেখানে হবে সেখানে তাঁর সম্মানে একটি স্মৃতিসৌধ নির্মাণের উপায় খুঁজে দেখার জন্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে চিঠি লিখেছেন। তবে, বিজেপির মুখপাত্র সি আর কেশভান কংগ্রেসের সমালোচনা করেছেন। তিনি দলটির আচরণকে ‘অস্বাভাবিক’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে, কেন্দ্রীয় তরফে জানানো হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেষকৃত্য সম্পন্ন হলেই তাঁর স্মৃতিসৌধ নির্মাণের বিষয়ে চিন্তাভাবনা শুরু করবে কেন্দ্র।