তুষারপাতে বিপর্যস্ত মানালি! বরফে পিছলে খাদে ট্রাক

দেশ

নিউজ পোল, ব্যুরো: ভ্রমনস্থান গুলির মধ্যে বাংলার কাছে কুলু মানালি অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা। শুধু কুলু মানালি বলব কেনো এর পাশাপাশি হিমাচলের মত বিভিন্ন পর্যটনস্থান দেখতে ভিড় জমান ভ্রমণকারীরা। এখানকার মনোরম দৃশ্য জায়গা করে নিয়েছে পর্যটকদের মনে। বছর শেষ এবং বর্ষ শুরুতেই হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন এই শৈল শহরগুলিতে।

তবে তুষারপাতের জেরে অনেকেই রাস্তায় আটকে পড়ছেন। রাজ্যের পাহাড়ি এলাকার বহু রাস্তা বন্ধ হয়ে গিয়েছে এই তুষারপাতের জেরে। মানালিতে পরিস্থিতি খারাপ। সারা রাস্তা তুষারে ঢাকা। ফলে সেই রাস্তা দিয়ে যান চলাচলে সমস্যা হচ্ছে। সেখানে একটি গাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় পিছলে যায়। চালক গাড়িটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও পাহাড়ি রাস্তার ঢালে বরফে পিছলে গাড়িটি গড়িয়ে যেতে শুরু করেছিল। শেষমেশ বিপদ বুঝে গাড়ি থেকে লাফ মারেন। আর গাড়িটি সোজা গড়িয়ে খাদে গিয়ে পড়ে।

মানালির মতো আরেকটি পর্যটন কেন্দ্র কুল্লুতেও তুষারপাতের জেরে খারাপ পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। পুলিশ জানিয়েছে, ৫০০০ এর বেশি পর্যটক আটকা পড়েছেন। তাঁদের অনেককেই উদ্ধার করা হয়েছে। এখনও চলছে উদ্ধারকাজ। তুষারপাতের কারণে কুল্লুতে যান চলাচল বন্ধ। স্থানীয় প্রশাসনের তরফে দাবি, রাস্তা থেকে বরফ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আরও সময় লাগবে।

পাহাড়ি রাস্তায় দুর্ঘটনা হওয়া খুব একটা অস্বাভাবিক বিষয় নয়। আর টানা তুষারপাতের জেরে সেই রাস্তাগুলি আরও যেন ভয়ঙ্কর হয়ে উঠেছে। তুষারপাতের জেরে মানালির বিভিন্ন এলাকার প্রায় ২২৩টি রাস্তা এবং তিনটি জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বিভিন্ন রাস্তায় তুষারপাতের মধ্যে আটকে রয়েছেন এক হাজারেরও বেশি পর্যটকের গাড়ি।