ভাঙা রাস্তা, বাস উল্টে জখম ২২

জেলা রাজ্য

নিউজপোল ব্যুরো: পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার খণ্ডরুই এলাকায় রবিবার সকালে একটি ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় কমপক্ষে ২২ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

মোহনপুর থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল একটি বেসরকারি বাস। দাঁতন থানা এলাকা দিয়ে যাওয়ার সময় আচমকাই বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি উল্টে যায়। এই দুর্ঘটনায় বাসে থাকা যাত্রীরা গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধারের চেষ্টা করেন। পরে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে সাহায্য করে।

আহতদের প্রথমে খন্ডরুই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর আহতদের পূর্ব মেদিনীপুরের এগরা হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা এবং আহত যাত্রীরা দাবি করছেন, রাস্তার বেহাল অবস্থার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন তাঁরা। বছরখানেক আগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ওই এলাকায় সভা করতে এসেছিলেন, তখনও রাস্তা সারানোর দাবি উঠেছিল। সেই সময় জেলা প্রশাসন রাস্তা সারানোর উদ্যোগও নেয়। কিন্তু ওই কাজ আর সম্পূর্ণ হয়নি।