নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তোলার টাকা না পেয়ে ফের প্রাণঘাতী আক্রমণ দমদমে। তোলার টাকা না পেয়ে প্রাক্তন কাউন্সিলরের অনুগামীরা অফিস ফেরত যুবকদের ওপর প্রাণঘাতী হামলা চালায় বলে অভিযোগ। গুরুতর অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় আক্রান্ত যুবকদের।
অভিযোগের তির দক্ষিণ দমদম পুরসভার ১৩নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা স্থানীয় তৃণমূল নেতা প্রবীর পালের অনুগামীদের দিকে। জানা গেছে, ওই অফিস ফেরত যুবকদের কাছে মধুপুরের কাছে মদ্যপানের জন্য টাকা দাবি করেন প্রাক্তন কাউন্সিলরের অনুগামীরা। টাকা দিতে অস্বীকার করায় তাঁদের ওপর আক্রমণ চালানো হয়। সেয়ানা বাপ্পা, গোপাল ঘোষ, উত্তম ঘোষ, রবি সরদার সহ বেশ কয়েকজন দুষ্কৃতী স্থানীয় বাসিন্দা সানি সিংয়ের ছেলে ও ছেলের বন্ধুর ওপর রিভলবার, হকিস্টিক, রড দিয়ে আক্রমণ চালায়। রিভলবারের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ সানি সিংয়ের। দু’জনের মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে। এই মুহূর্তে শ্রীতম চট্টোপাধ্যায় নামে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক।
শ্রীতম চট্টোপাধ্যায়ের বাবা নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে চোখে গুরুতর আঘাত নিয়ে নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
এই ঘটনা নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে দুষ্কৃতী দৌরাত্ম্য কমানোর আরজি জানান ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর তন্দ্রা সরকার। তিনি বলেন, ‘ওই অঞ্চলে একদল দুষ্কৃতী এই ধরনের সমাজবিরোধী কার্যকলাপ চালাচ্ছে। প্রশাসনকে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে।’
শ্রীতম চট্টোপাধ্যায়ের বাবার অভিযোগ বর্তমান কাউন্সিলর মেনে নেন। তিনি স্বীকার করে নেন যে, প্রাক্তন কাউন্সিলরের মদতেই এসব হচ্ছে।