নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেহালায় ট্রাভেল এজেন্সির আড়ালে চলছিল জাল পাসপোর্ট ও নকল আধার তৈরির ব্যাপক কারবার। মোটা টাকার বিনিময়ে এই অবৈধ কাজটি করা হত। এই চক্রের মূল অভিযুক্তকে চাঁদপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে। রবিবার তাকে আলিপুর আদালতে পেশ করা হবে। এই ঘটনায় এটি সপ্তম গ্রেফতার।
এই চক্রের মূল হোতা মনোজ গুপ্তাকে শনিবার গভীর রাতে গাইঘাটা থানার চাঁদপাড়ার স্টেশন রোডের একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, ভুয়ো নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরি চক্রের মাথা ছিল সে। বেহালার সখের বাজারে একটি ট্রাভেল এজেন্সির আড়ালে এই জাল পাসপোর্ট তৈরির কারবার চলছিল।
সূত্রের দাবি, অন্যের আধার কার্ড সংগ্রহ করে আধার নম্বর এক রেখে অন্যের নাম. ছবি, ঠিকানা দিয়ে তৈরি হয়ে যেত ভুয়ো আধার। এরপর সেই ভুয়ো আধার ব্যবহার করে জাল পাসপোর্ট তৈরি করত। পুলিশ জানিয়েছে, মনোজ নিজের কম্পিউটারেই এই জাল নথি তৈরি করত। এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে পুলিশ দু’বার তার বাড়িতে তল্লাশি চালিয়েছিল। অবশেষে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এর আগে এই ঘটনার সঙ্গে যুক্ত দীপঙ্কর নামে একজনকেও গ্রেফতার করা হয়েছিল। দীপঙ্কর এই ট্রাভেল এজেন্সিতে কর্মরত ছিলেন।