দক্ষিণ কোরিয়ার পর এবার কানাডায় প্লেনে আগুন!

breakingnews আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: রবিবার সকাল থেকেই বিশ্বের দু’টি প্রান্তে পরপর বিমান দুর্ঘটনা। এদিন সকালে দক্ষিণ কোরিয়ার পর এবার কানাডার হালিফাস্ক বিমানবন্দরে ঘটল বিমান দুর্ঘটনা। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি, তবে পরপর এই ঘটনায় বিমানযাত্রা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে যাত্রীদের মধ্যে।

জানা গিয়েছে, অবতরণের সময় রানওয়েতে পিছলে যায় এয়ার কানাডার এই বিমানটিও। সঙ্গে সঙ্গে বিমানের একটি অংশে আগুন ধরে যায়। ঘটনার পরেই ওই বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

হালিফাস্ক বিমানবন্দরে দুর্ঘটনার বেশ কয়েকটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, রানওয়ে দিয়ে ছুটে চলেছে একটি বিমান। সেই বিমানের একটি অংশে দাউ দাউ করে আগুন জ্বলছে।

কয়েক দিনের মধ্যে পরপর এই তিনটি বিমান দুর্ঘটনায় উদ্বিগ্ন বিমানযাত্রীরা। রবিবার সকালে, দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে অবতরণের সময় ১৮১ জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী বিমান ভেঙে পড়ে। বিমানে থাকা দু’জন ছাড়া বাকি সবাই মারা গেছে বলে প্রাথমিক ধারণা করা হয়। এরপর সকালেই ১২৮ জনের মৃত্যুর খবর মিলেছে।

অপরদিকে, গত ২৫ ডিসেম্বর রাশিয়া যাওয়ার পথে আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান কাজাখস্তানের ওপর ভেঙে পড়ে। পাইলট জরুরি অবতরণ করলেও বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ওই বিমানে ৬৭ যাত্রীর মধ্যে ৩৮ জন মারা যান।