বছর শেষে কলকাতা পুলিশের উপহার

breakingnews কলকাতা শহর

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: আর মাত্র হতে গনা দু’টো দিন, তারপরেই নতুন বছর। নতুন বছরকে স্বাগত জানাতে এখন দিকে দিকেই প্রস্তুতি তুঙ্গে। সেজে উঠছে গ্রাম থেকে শহর, আর এবার শহর কলকাতার জন্যও কলকাতা পুলিশের তরফ থেকে থাকছে নতুন উপহার।২৪ ঘণ্টাই মা উড়ালপুলে চলবে বাইক, বর্ষশেষে কলকাতা পুলিশের উপহার।

যেখানে দুর্ঘটনা এড়াতে গাড়ি চলাচলের নির্দিষ্ট সময়সীমা বাধা হয়েছিল গোটা বছর, এবার সেখানেই পরিবর্তন।এবার মা উড়ালপুলে বাইক, স্কুটি চলাচলের সময় বেঁধে দিয়েছিল কলকাতা পুলিশ। এবার সেই সময়সীমা তুলে দিল প্রশাসন। মা ফ্লাইওভারে ২৪ ঘণ্টাই চলবে বাইক-স্কুটি।

সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা।নগরপাল জানান, মা ফ্লাইওভারে ২৪ ঘণ্টা বাইক, স্কুটি চলবে। তবে গাড়ির গতির দিকে কড়া নজর থাকবে।তবে সীমা অতিক্রম করলেই পুনরায়কড়া ব্যবস্থা নেওয়া হবে। শাস্তি পাবেন গাড়ির চালক। কমিশনার বলেন, “তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীরা অনেক রাতে ফেরেন। তাঁরা অনেকেই দুচাকার গাড়ি ব্যবহার করেন। এছাড়া অনেকরকম জরুরি পরিস্থিতি থাকে। তাই ২৪ ঘণ্টা মা উড়ালপুল দিয়ে বাইক চলাচল করতে পারবে।”

দিন দিন মা উড়ালপুলে বাইকারোহীদের দৌরাত্ম‌্য বাড়ছে। গতির নেশায় একের পর এক দুর্ঘটনা একসময় যেন আলাদাই রেকর্ড গড়ছিল মা উড়ালপুরের ক্ষেত্রে।উদাহরণ স্বরূপ বলাই যায়, সম্প্রতি ২২ ডিসেম্বর সাতসকালে মা উড়ালপুলে দুর্ঘটনায় দুই বাইকারোহীর মৃত্যু হয়। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে বাইক-সহ দুই আরোহী উড়ালপুল থেকে নিচে পড়ে যান। এর আগেও রাতে উড়ালপুলে চলত দেদার বাইক রেসিং ।রেসিং রুখতে সেসময় কড়া ভূমিকা নেয় প্রশাসন।

রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত নিষিদ্ধ করা হয় বাইক চলাচল। এবার সেই নিষেধাজ্ঞাতেই দাঁড়ি দিলো খোদ প্রশাসন।কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে খবর, সকাল ছয়টা থেকে বাইকগুলোতে ছাড় দেওয়া ছিল। এবার সেই বিধিনিষেধ তুলে নেওয়া হল। নতুন বছরে বিশেষ উপহার,সারাদিনই বাইক চলবে উড়ালপুলে এমনটাই এদিন প্রেস কনফারেন্স করে জানানো হয় পুলিশের তরফ থেকে।