নিউজ পোল ব্যুরো: স্কুলের একজন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষাকক্ষে পর্নোগ্রাফি ভিডিও দেখার এবং একজন ছাত্রকে মারধর করার অভিযোগ উঠেছে। সূত্রের খবর, কয়েকদিন আগে ওই শিক্ষক ক্লাসের মধ্যেই নিজের মোবাইলে পর্নোগ্রাফি ভিডিও দেখছিলেন। এই সময় একটি ছাত্র উঁকি মেরে তাঁর ফোনে সেই ভিডিও দেখে ফেলে। এরপর সেই ছাত্র এবং তার বন্ধুরা মিলে হাসাহাসি শুরু করে। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষক আট বছরের সেই ছাত্রকে বেধড়ক মারধর করেন। অভিযোগ, শিক্ষক ছাত্রের চুলের মুঠি ধরে দেওয়ালে তার মাথা ঠুকে দেন। ছাত্রের বাবা এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে। অভিযুক্ত শিক্ষকের নাম কুলদীপ যাদব। তাঁকে পুলিশ এরইমধ্যে হেফাজতে নিয়েছে। ছাত্রের বাবার অভিযোগ অনুযায়ী, তাঁর ছেলের কানে ও মাথায় আঘাত লেগেছে এবং শিক্ষক তাকে বাঁশ দিয়েও মারধর করেছেন বলে অভিযোগ জানিয়েছেন। ছাত্রটি বাড়িতে এসে এই ঘটনার কথা জানালে, তার বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় শিক্ষকের বিরুদ্ধে মামলা রুজু করে।
ঝাঁসি গ্রামীণের পুলিশ সুপার গোপীনাথ সোনি জানিয়েছেন, ‘অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করার জন্য হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ ঘটনার সত্যতা যাচাই করছে এবং ক্লাসে ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। শিক্ষক ক্লাসে অশ্লীল ভিডিয়ো দেখছিলেন কি না, সে বিষয়েও তদন্ত চলছে।’