নিজস্ব প্রতিনিধি, অন্ডাল: অন্ডাল থানার কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে চালানো পুলিশি অভিযানে চারজন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে কুড়ি লক্ষ টাকা নগদ ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়েছে। রবিবার রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ এই অভিযান চালায়। গাড়ির ভিতর থেকে নগদ কুড়ি লক্ষ টাকা ছাড়াও চারটি মোবাইল ফোন, রড, হাতুড়ি, লাঠি ইত্যাদি উদ্ধার করা হয়।
গ্রেফতার চারজন হলেন বীরভূমের নলহাটি থানার সাগর যাদব, অন্ডাল থানার কাজোরা কোলিয়ারি এলাকার রাকেশ কুমার নুনিয়া, প্রিন্স বিশ্বকর্মা এবং অবিনাশ কুমার নুনিয়া। সোমবার তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি পিন্টু সাহা জানিয়েছেন, “বিমানবন্দরের সামনে একটি বিলাসবহুল গাড়ি নিয়ে জড়ো হয়েছিল দুষ্কৃতীরা। অন্ডাল থানার পুলিশ তাদের গ্রেফতার করেছে। গাড়ি থেকে কুড়ি লক্ষ টাকা উদ্ধার হয়েছে। দুষ্কর্মের উদ্দেশ্যে ব্যবহৃত বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে। এত টাকা কোথা থেকে এল ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত চালানো হবে।”