রহস্যমৃত্যু বর্ধমানে!

রাজ্য

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: মা-মেয়ের রহস্যমৃত্যু বর্ধমানে! পুলিশ গিয়ে দরজা ভাঙতেই ভয়ংকর দৃশ্য। ঘটনাকে কেন্দ্র করে বর্ধমানের বাদশাহী রোডে ব্যাপক শোরগোল পড়ে যায়। কেন এমন সিদ্ধান্ত? উত্তর খুঁজছে পুলিশ।

জানা গিয়েছে, মৃতার নাম মামণি বর্মন। বয়স ৪০ বছর। ওই মহিলা সুন্দরবনের পাথরপ্রতিমার বাসিন্দা। স্বামী প্রভাঞ্জন বর্মন একজন রেলওয়ে কর্মচারী। কাজের সুবাদে তিনি বাদশাহী বর্ধমান রোডের একটি ভাড়া বাড়িতে থাকতেন। সোমবার বিকেল পর্যন্ত মামনি সাড়া না দিলে প্রতিবেশীদের সন্দেহ হয়। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢোকে। ঢুকতেই ভয়ঙ্কর দৃশ্য। মামণি এবং তাঁর চার বছরের মেয়ে প্রজ্ঞা একই শাড়ি পরা দড়িতে ঝুলছে। এই ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বাড়ির মালিক তপন ভট্টাচার্য জানান, রবিবার সন্ধ্যায় তিনি ভাড়াটিয়াদের পরিবারের সঙ্গেও কথা বলেছেন। এলাকার সবার সঙ্গে পরিবারের ভালো সম্পর্ক ছিল। স্বামী-স্ত্রীর মধ্যে কখনোই কোনো অশান্তি হতে দেখা যায়নি। তবে কেন এমন হলো তা নিয়ে উঠছে প্রশ্ন।