নিউজ পোল ব্যুরো: পুরী জগন্নাথ মন্দিরে আগামী ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি সাধারণ ভক্তদের প্রবেশের নিয়মে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। এই দুই দিন মন্দিরে ভক্তদের ভিড় অনেক বেশি হওয়ায় বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণত মন্দিরে চারটি দ্বার দিয়ে প্রবেশ করা যায়। কিন্তু ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি সাধারণ ভক্তদের কেবলমাত্র সিংহদ্বার দিয়েই মন্দিরে প্রবেশ করতে হবে। বাকি তিনটি দ্বার ব্যবহার করা হবে মন্দির থেকে বের হওয়ার জন্য।মন্দিরের সেবায়েত বা তাঁদের পরিবারের সদস্যদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না।
পুরী জেলা প্রশাসন এবং পুলিশ এই দুই দিনে মন্দিরে ভক্তদের ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা করেছে। সিংহদ্বার থেকে শহরের বাজার এলাকা পর্যন্ত রাস্তায় ব্যারিকেড দেওয়া হবে। যাতে ভক্তরা শৃঙ্খলাবদ্ধ ভাবে মন্দিরে প্রবেশ করতে পারেন।
ওড়িশার ডিআইজি (সেন্ট্রাল) চরণসিংহ মীনা জানিয়েছেন, এই দুই দিন পুরীর জগন্নাথ ধামে নিরাপত্তা এবং ভিড় সামলানোর জন্য ৬০ প্ল্যাটুন পুলিশ মোতায়েন করা হবে। প্রতিটি প্ল্যাটুনে প্রায় ৩০ জন পুলিশকর্মী থাকেন। অর্থাৎ মোট দেড় হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হবে। মন্দিরে ভিড় সামলাতে ১০ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ৩৩ জন ডেপুটি পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক দায়িত্বে থাকবেন। ছিনতাইবাজদের রোখার জন্য মন্দিরের ভিতরে পুলিশের দুটি পৃথক দল মোতায়েন করা হবে।
মন্দির কর্তৃপক্ষের মতে, বর্ষশেষ এবং বর্ষবরণের দিনে মন্দিরে ভক্তদের ভিড় অনেক বেশি হওয়ায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এই নিয়মের মাধ্যমে ভক্তদের সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে।