নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: জঙ্গলমহলে এমনিতেই বাঘের আতঙ্কে কাবু স্থানীয়রা,অন্যদিকে হাতির হানা। বাঁকুড়ায় চিন্তার কারণ এখন হাতির দল। প্রায় এক সপ্তাহ ধরে যখন পুরুলিয়ায় বন দফতরকে কার্যত ঘোল খাইয়ে বাঁকুড়ার মুকুটমণিপুরে দাপিয়ে বেড়াচ্ছিল বাঘিনী ‘জিনাত’ তখন, ওই দলছুট দাঁতাল দলও ছড়াল আতঙ্ক।
বাঁকুড়ায় হাতির হানায় গুরুতর আহত এক যুবক। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় বাঁকুড়ার জয়পুরের গোঁসাইপুর গ্রামে। আহত যুবকের নাম নবীন বিশ্বাস। তাঁকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় নবীন বিশ্বাস ও তাঁর কয়েকজন বন্ধু জয়পুর থানার অন্তর্গত গোঁসাইপুর গ্রামের কাছে ফুটবল মাঠে খেলার পর বাড়ি ফিরছিলেন। একদল হাতি দেখে সবাই গ্রামের দিকে ছুটে আসেন। কিন্তু হাতির সামনে পড়ে যান নবীন। দলছুট হাতিটি হঠাৎ তাঁকে ধরে পায়ে লাথি মারে। এরপর গ্রামবাসীদের তাড়া খেয়ে হাতিটি জঙ্গলে পালিয়ে যায় এবং আহত নবীন বিশ্বাসকে স্থানীয়রা উদ্ধার করে বিষ্ণুপুর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। বন দফতর সূত্রে খবর, বনকর্মীরা বাঘ জিনাতকে ধরতে ব্যস্ত থাকাকালীন হাতিটি নজর এড়িয়ে পালিয়ে যায়।
বন দফতর ওই জঙ্গলের মধ্যেই হাতির দলের গতিবিধি সীমাবদ্ধ রাখার চেষ্টা চালাচ্ছে। কিন্তু তারপরেও আতঙ্ক কাটছে না এলাকার মানুষের। বন দফতরের ভূমিকা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও। বিরোধীদের দাবি, সরকার ও বন দফতরের সদিচ্ছার অভাবেই সাধারণ মানুষ আজ এমন সমস্যায় পড়েছেন।