আরও পারদ পতন! কোন জেলায় নামবে কতো ডিগ্রি?

আবহাওয়া

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: উত্তরে এখন সাদা বরফে ঢাকা শীতের সকাল, আর দক্ষিণেও কনকনে ঠান্ডা। তবে এবার সেই ঠান্ডা আরো বাড়বে কারণ আবহাওয়া দফতর জানিয়েছে আরও পাঁচ ডিগ্রী কমবে তাপমাত্রা। তবে কোন জেলায় কমবে কতো ডিগ্রি জানেন কি?

এরইমধ্যে ঘন কুয়াশার সতর্কতা ও জারি হয়েছে একাধিক জায়গায়। কুয়াশায় দৃশ্যমান্যতা কমে বিপদ যাতে না বাড়ে তাই আগেই সতর্কতা জানান দেয় হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে সোমবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে নামবে।

সোম, মঙ্গল ও বুধ দু-তিন দিনের মধ্যে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে যেতে পারে। অর্থাৎ বছরের শেষ কিংবা বলা যায় নতুন বছরের শুরুতে কনকনে ঠান্ডা অনুভূত হবে বঙ্গে। দক্ষিণের কয়েকটি জেলায় ঘন কুয়াশা এবং উত্তরের দার্জিলিং-এর উঁচু পার্বত্য এলাকায় থাকছে হালকা তুষারপাতের সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কি না স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি ওপরে।

এদিকে আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা কি না স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি ওপরে। আজ শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের আশেপাশে থাকতে পারে। বছরের শেষ সোমবারে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে।

কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকছে বেশ কিছু জেলায়। বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে।সোমবার উত্তরে পাহাড়ি এলাকায় শুস্ক থাকবে আবহাওয়া ,জানিয়েছে হওয়া অফিস। সেই মতই উত্তরবঙ্গের দুই পাহাড়ি জেলা – দার্জিলিং এবং কালিম্পঙের আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতেও আবহাওয়া শুষ্ক থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে দক্ষিণের মতই উত্তরের সব জেলায়।