দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না: মুখ্যমন্ত্রী

জেলা রাজনীতি রাজ্য

নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি: বছর শেষে সন্দেশখালিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সন্দেশখালিতে সভার শুরুতেই মা-বোনেদের ‘অন্তর থেকে প্রণাম’ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালিতে ১২৩ কোটি টাকা খরচ করে ৬৬টি নতুন প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর। রাস্তা, বাঁধ, স্বাস্থ্যকেন্দ্র, ব্রিজ-সহ একাধিক পরিষেবার ঘোষণা করলেন এদিন মুখ্যমন্ত্রী।

এদিন সন্দেশখালিতে সন্দেশ হাব তৈরি করার ইচ্ছে প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। জানতে চান এলাকার ইতিহাস। বর্ধমানের ল্যাংচা হাবের অনুকরণে সন্দেশখালিতে সন্দেশের হাব করতে চাইছেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, নতুন বছরে বদলে যাবে স্টার থিয়েটারের নাম। বিনোদিনীর নামে নামকরণ হতে চলেছে এই প্রেক্ষাগৃহের। এছাড়াও সন্দেশখালি গ্রামীণ হাসপাতালে শয্যার সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৬০ করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

বছরের শুরুতে শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি দখল, নারী নির্যাতন সহ একাধিক অভিযোগ তুলে প্রতিবাদে সরব হয়েছিল সন্দেশখালির মানুষ। এদিন সেখানে দাঁড়িয়েই স্থানীয় মহিলাদের উদ্দেশ্যে মমতা বলেন, ‘মহিলাদের বলছি, কেউ ডাকলে চলে যাবেন না’। সেই সঙ্গেই সন্দেশখালির বাসিন্দাদের মিলেমিশে থাকার কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রীর পরামর্শ, ‘দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না’। মানুষকে আরও কাছাকাছি পরিষেবা দেওয়ার জন্য উত্তর ২৪ পরগনা জেলায় নতুন মহকুমা করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। উপভোক্তাদের হাতে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাসও করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আমি চাই সন্দেশখালির ছেলেমেয়েরা এগিয়ে যাক।” সরকারি প্রকল্পের জন্য কাউকে টাকা না দেওয়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আপনার টাকা, আপনার অধিকার। আমাদের প্রকল্পের জন্য টাকা লাগে না। কাউকে টাকা দেবেন না।”

মুখ্যমন্ত্রীর সফরের আগে তৃণমূলে যোগ দিলেন সন্দেশখালি আন্দোলনের অন্যতম নেতা সুজয় মণ্ডল, যিনি সুজয় মাস্টার নামে সমধিক পরিচিত। প্রসঙ্গত, এলাকায় সুজয় বিজেপি নেত্রী তথা বসিরহাট লোকসভা কেন্দ্রের পরাজিত পদ্মপ্রার্থী রেখা পাত্রের ‘রাজনৈতিক গুরু’ হিসাবে পরিচিত। সোমবার তৃণমূল পার্টি অফিসে গিয়ে দলীয় পতাকা হাতে তুলে নেন সুজয়। রাজ্যের শাসকদলের দাবি, ভুল বুঝতে পেরেই দলে যোগ দিলেন তিনি।