নতুন বছরে বদল UPI নিয়মাবলী

breakingnews

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন বছরের নতুন নিয়ম, বদল ইউপিআই এর মাধ্যমে অর্থ প্রদানে। হাতে আর মাত্র একদিন তারপরেই নতুন বছর, তার আগেই বিশেষ বদল ইউপিআই-এ। এবার থেকে ইউপিআই এর অর্থ প্রদান করতে লেনদেনের সীমা পরিবর্তন করা হবে। UPI 123 PAY -এর সীমা পরিবর্তন করা হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।


UPI 123 PAY ব্যবহার করে যে সকল ইউজাররা এতদিন পাঁচ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারতেন মূলত সেখানেই বদল। ৫০০০ টাকার পরিবর্তে সীমা বাড়িয়ে দেওয়া হল দশ হাজার পর্যন্ত। UPI 123 PAY -এর এই নতুন নিয়ম চালু হবে ১ জানুয়ারি ২০২৫ থেকে।
এবার থেকে ব্যবহারকারীদের সর্বোচ্চ চারটি পেমেন্ট বিকল্প প্রদান করা হয়। এতে IVR নম্বর, মিসড কল OEM- এম্বেডেড অ্যাপস ও শব্দভিত্তিক প্রযুক্তি ব্যবহার করা হয়। NPCI -এর মতে ফিচার ফোন ব্যবহারকারীরা IVR নম্বরের মাধ্যমে UPI লেনদেন করতে পারবেন এর জন্য আপনাকে IVR নম্বরে (080-45163666, 08045163581 ও 6366200200) কল করতে হবে এবং আপনার UPI আইডি যাচাই করাতে হবে। তারপর কলেজ দেওয়ার নির্দেশাবলী অনুসরণ করার পরে অর্থপ্রদান সম্পূর্ণ করতে হবে।


বর্তমানে ভারতের ফিচার ফোন ব্যবহারকারীর সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। এখন ভারতের বিচার ফোন ব্যবহারকারীর সংখ্যা প্রায় চার কোটি। এমন পরিস্থিতিতে এই ব্যবস্থায় আগের তুলনায় অনেক বেশি সুবিধা পেতে চলেছেন ব্যবহারকারীরা বলেই মনে করছেন সকলে।