কোটি টাকার হীরের গয়না চুরি! গ্ৰেফতার ১১

অপরাধ কলকাতা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের এক অভিজাত এলাকায় ঘটেছে চাঞ্চল্যকর চুরির ঘটনা। দক্ষিণ কলকাতার সন্তোষ রায় রোডের একটি বাড়ি থেকে ১ কোটি টাকার হীরের গয়না চুরি হয়েছে। এই ঘটনায় পুলিশ এরইমধ্যে ১১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের মধ্যে রয়েছেন বাড়ির আয়া ঝুমা ঘোষ। পুলিশের ধারণা, এই চুরির মূল পরিকল্পনা ঝুমা ঘোষেরই।

সূত্রের খবর, অভিযোগকারী অমিত সিং একজন ব্যবসায়ী। তিনি তাঁর বাড়িতে একাধিক পরিচারিকা রাখতেন। তাঁর বাড়ির শিশুটির দেখাশোনা করার জন্য ঝুমা ঘোষ নামে এক মহিলাকেও কাজে রাখা হয়েছিল। কিন্তু এই ঝুমা ঘোষই বাড়ির সিন্দুক খালি করার পরিকল্পনা করেছিল।

গত ২৪ ডিসেম্বর এই চুরির ঘটনা ঘটে। বাড়ি থেকে ১ কোটি টাকার হীরের গয়না গায়েব হয়ে যাওয়ায় অমিত সিং পুলিশে অভিযোগ করেন। এরপর থেকেই তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ বাড়ির সকলকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের সময় ঝুমা ঘোষের কথাবার্তায় কিছু সন্দেহজনক মনে হয় পুলিশের। তাই তার ওপর আরও গভীরভাবে তদন্ত শুরু করে পুলিশ। এরপর একের পর এক তথ্য সামনে আসতে থাকে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই চুরির ঘটনায় ঝুমা ঘোষই মূল পরিকল্পনা করেছিল। তাঁর সঙ্গে আরও ৬ জন পরিচারিকা যুক্ত ছিল। চুরি করা গয়নাগুলি তাঁরা কয়েকজনের কাছে বিক্রি করেছিল। পুলিশ সেই কয়েকজনকেও গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই চুরির ঘটনায় মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের সকলকেই পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে