অ্যাম্বুলেন্সের টায়ার ফেটে ডিভাইডারে ধাক্কা, জখম ২

জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ির ৩১ নং জাতীয় সড়কের পাহাড়পুর মোড় উত্তর বালাপাড়া এলাকায় আজ মঙ্গলবার সকাল ৭টা নাগাদ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২ ব্যক্তি জখম হন। এই ঘটনায় একটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের চালকসহ আরও একজন আহত হয়েছেন।

সূত্রের খবর, ভোর থেকেই কুয়াশাচ্ছন্ন জলপাইগুড়িতে দৃশ্যমানতা না থাকায় এই দুর্ঘটনাটি ঘটে। অ্যাম্বুলেন্সটি শিলিগুড়ি থেকে একজন রোগীকে নিয়ে অসম যায়। রোগীকে গন্তব্যে পৌঁছে দিয়ে ফিরতি পথে অ্যাম্বুলেন্সের টায়ার ফেটে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সটি রাস্তার পাশে থাকা ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এর জেরে কিছুক্ষণের জন্য এই রাস্তায় যান চলাচল বন্ধ ছিল।

এদিকে, গতকাল সোমবার বিকেলে মালবাজার ব্লকের ওদলাবাড়ি ফ্লাইওভারে এক বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিহার নম্বরের একটি বাইকে করে যুবকটি মালবাজার দিক থেকে ওদলাবাড়ির দিকে যাচ্ছিল। ফ্লাইওভারে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের ওয়ালে ধাক্কা মেরে নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মালবাজার ট্রাফিক পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠিয়েছে। মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় প্রত্যক্ষদর্শী বিকাশ রায় জানিয়েছেন, ‘বাইকের গতিবেগ বেশি থাকার কারণে যুবকটি বাইক নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছিল।’ এই দুই দুর্ঘটনার পর জলপাইগুড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়ানোর দাবি উঠেছে।