তেলেঙ্গাবাগানে বাসের রেষারেষি, মৃত ১ মহিলা

breakingnews কলকাতা শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার বেলা ১১ টা নাগাদ বিধাননগর স্টেশনের কাছে তেলেঙ্গা বাগানে বাসের রেষারেষির বলি হলেন এক মহিলা। একটি বাস সিগন্যাল ভেঙে এক পথচারী মহিলাকে পিষে দেওয়ার ঘটনায় তেলেঙ্গাবাগান এলাকা উত্তাল হয়ে ওঠে। ঘটনার পরপরই উত্তেজিত জনতা এসে ২৩৮ সহ একাধিক রুটের বাসে ভাঙচুর চালাতে শুরু করেন। পরিস্থিতি আয়ত্ত্বে আনতে গিয়ে পুলিশের ওপরেও হামলা চালায় উত্তেজিত জনতা। গুরুতর জখম মহিলাকে দ্রুত আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে জানান। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এই ধরনের দুর্ঘটনা এলাকায় নতুন নয়। প্রায়ই বাস চালকরা বেপরোয়া গতিতে গাড়ি চালান। ট্রাফিক পুলিশ থাকলেও তাঁদের পর্যাপ্ত নজরদারি না থাকার ফলেই এ ধরনের ঘটনা ঘটেই চলেছে। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে উত্তেজিত জনতাকে শান্ত করা সহজ হয়নি। দীর্ঘক্ষণের চেষ্টার পর পুলিশের আশ্বাসে কিছুটা শান্ত হলেও এলাকায় উত্তেজনা এখনও রয়েছে।

বছরের শেষ দিনে বেপরোয়া বাসের বলি এক। দু’টি বাসের রেষারেষি জেরে মৃত্যু হল পথচারী এক মহিলার। মৃতের নাম অনিমা দত্ত তেলেঙ্গাবাগানের বাসিন্দা। সূত্রের খবর আজ সকাল ১১টা নাগাদ হাওড়া থেকে বারাসাতগামী একটি বেসরকারি বাস এবং বাগবাজার থেকে গড়িয়াগামী অপর একটি প্রাইভেট বাস একে অপরের সঙ্গে রেষারেষি করতে থাকে। মুচিবাজার থেকে তেলেঙ্গা বাগান পর্যন্ত রাস্তায় এই রেষারেষির জেরে সেই সময় তেলেঙ্গা বাগান সিগনালে রাস্তা পার হচ্ছিলেন অনিমা দত্ত নামে এলাকার এক বাসিন্দা। সেই সময়ের রেষারেষি করার সময় মহিলাকে ধাক্কা মারে এল ২৩৮ নম্বর রুটের বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় অনিমা দত্তের। এরপরেই দু’টি বাসকে আটক করে ভাঙচুর চালায় এলাকার বাসিন্দারা। প্রতিদিন এই বাসেদের দৌরাত্ম্য বেড়েই চলেছে বলে প্রতিবাদের রাস্তা অবরোধ করেন এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছয় মানিকতলা থানার পুলিশ। দেহটিকে ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠিয়েছে।

এই ঘটনায় একবার আবার শহরে বাস পরিষেবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বাস চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। পাশাপাশি ট্রাফিক পুলিশের নজরদারি বাড়ানোর দাবিও জোরদার হয়েছে। এই ঘটনায় একজন নিরপরাধ মহিলা আহত হওয়ায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।