আজ বর্ষবরণ এবং আগামীকাল নিউ ইয়ার উপলক্ষে হাওড়া জুড়ে নিরাপত্তা, অতিরিক্ত ফোর্স এনে নাকা চেকিং এবং ড্রোনে নজরদারি পুলিশের
মৌমিতা সানা, হাওড়া : আজ ৩১ ডিসেম্বর বছর শেষে নতুন বছরের বর্ষবরণ এবং আগামীকাল ১ জানুয়ারি নিউ ইয়ার উপলক্ষে এবার পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে হাওড়া সিটি পুলিশের তরফ থেকেও।
হাওড়া সিটি পুলিশের যুগ্ম কমিশনার কে শবরী রাজকুমার বলেন, ‘শহরের সমস্ত শপিং মল, ফেরিঘাট, বাস স্ট্যান্ড, পিকনিক স্পটগুলিতে এবার অতিরিক্ত নিরাপত্তা নেওয়া হচ্ছে। শহরের মোট ৬টি জায়গায় হাওড়া সিটি পুলিশের কিরণ অ্যাম্বুলেন্স রাখা হচ্ছে। পুলিশের এইচআরএফএস এবং পিসিআর গাড়িগুলি অতিরিক্ত মোতায়েন করা হচ্ছে। কমিশনারেটের সব থানা, পুলিশ ফাঁড়ি, পুলিশ লাইনস বাদে অতিরিক্ত আরও ৩০০ পুলিশ ফোর্স মোতায়েন করা হচ্ছে। শহরের শপিং মলগুলির সামনে পুলিশের উইনার্স টিম এবং পিঙ্ক মোবাইল ভ্যান মোতায়েন থাকবে। ই-বাইক টিম মোতায়েন করা হচ্ছে। এছাড়াও পুলিশের ড্রোন প্রস্তুত রাখা হচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের টিম থাকবে। শহরের গুরুত্বপূর্ণ ১২টি স্থানে নাকা চেকিং চলবে। মদ্যপান করে কেউ গাড়ি চালাচ্ছে কিনা বা বেপরোয়াভাবে কোনও গাড়ি চালানো হচ্ছে কিনা সেগুলো পুলিশ পরীক্ষা করে দেখবে। বেলেপোল, হ্যাংসাং ক্রসিং, ক্যারি রোড, সাঁতরাগাছি মোড়ের মতো গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের অতিরিক্ত নজরদারি থাকবে।’ যেকোন ধরনের অপ্রীতিকর ও অপরাধ মূলক ঘটনা ঠেকাতে শহরের সর্বত্রই পুলিশের কড়া নজরদারি চলবে বলে জানান তিনি।