নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৩ সালের টেট পরীক্ষার ফলপ্রকাশের আপাতত কোনও সম্ভাবনা নেই বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে। আইনি জটিলতার কারণে এই ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না সভাপতি গৌতম পাল জানিয়েছেন ।
তিনি বলেন, ‘২০১৭ এবং ২০২২ সালের টেট নিয়ে থাকা জটিলতা না মেটা পর্যন্ত ফলপ্রকাশ করা যাবে না। ওই ২ বছরের পরীক্ষার পাশাপাশি ২০২৩ সালের টেট পরীক্ষা নিয়েও মামলা হয়েছে। সব মিলিয়ে এখন এমন পরিস্থিতি যে গত বছরের পরীক্ষার ফলই প্রকাশ করা যাচ্ছে না!’
উল্লেখ্য, ২০২২ ও ২০২৩ সালে টেট পরীক্ষা হলেও উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের এখনও নিয়োগ করা হয়নি। এরই মধ্যে আবার পর্ষদের তরফে আভাস দেওয়া হয়েছে, ২০২৪ সালের টেট পরীক্ষা নাও নেওয়া হতে পারে। পর্ষদের সভাপতি গৌতম পালের বক্তব্য ছিল, ‘আগে দ্রুত নিয়োগ করতে হবে। তারপরই নেওয়া হবে পরীক্ষা।’
২০২২ সালে টেট পরীক্ষায় দেড় লক্ষ প্রার্থী উত্তীর্ণ হলেও তাঁদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এদিকে ২০২৩ সালে পরীক্ষা নেওয়া হলেও ফল প্রকাশ হয়নি এখনও। এই পরিস্থিতিতে যদি নতুন করে পরীক্ষা নেওয়া হয় সে ক্ষেত্রে সমস্যায় পড়বে পর্ষদ। তাই ফলপ্রকাশ এবং নতুন করে পরীক্ষার বিষয় নিয়ে পরিস্থিতি আরও জটিল হল।