বছরের শুরুতে আবহাওয়ার উপহার!

আবহাওয়া

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: নতুন বছরে মনের মত আবহাওয়া। মনোরম শীতে কাটবে ২৪ এর শেষ। আরও ৩ ডিগ্রি তাপমাত্রা কমবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু এর পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েকটি জেলায়। নতুন বছরে দক্ষিণের আবহাওয়া থাকবে পিকনিকের আমেজের উপযোগী। এদিকে আবার উত্তরবঙ্গে ঘন কুয়াশায় বর্ষবরণ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আজ মঙ্গলবার দুই জেলায় দৃশ্যমানতা কমবে ২০০ মিটারের কম। কিন্তু এর পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে।হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনাও জানিয়েছে হাওয়া অফিস। আগামী দুই দিনে তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস কমবে একাধিক জেলাতে। শীতের আমেজ কিছুটা বাড়লেও, বর্ষবরণে জাঁকিয়ে শীত নয়।মঙ্গলবারও তেমন কনকনে ঠান্ডার পূর্বাভাস নেই। বছর শেষের Swapn কনকনে ঠান্ডা উধাও কলকাতায়। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা কমতে পারে রাত্রে। নতুন বছরের শুরুতে রাতের তাপমাত্রা কমতে পারে কলকাতা ছাড়াও জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, নতুন বছরের শুরুতে রাতের তাপমাত্রা কমতে পারে। যার ফলে ফিরতে পারে কনকনে ঠান্ডার আমেজ। ভোরের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জায়গায়। কোথাও আবার হালকা কুয়াশা দেখা যেতে পারে জানিয়েছে হাওয়া অফিস।পারদ পতনের সম্ভাবনা থাক চেয়ে বেশ কিছু জেলাতে। আগামী ২ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে কমবে। আগামী ২ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে ২-৩ ডিগ্রি করে তাপমাত্রা কমতে পারে। মঙ্গলবার থেকে ৫ জানুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে জানিয়েছে হাওয়া অফিস। এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে জানানো হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ ডিগ্রির কাছে। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ এবং ন্যূনতম ৫৮ শতাংশ। অর্থাৎ কনকনে ঠান্ডা নয় অথচ ঠাণ্ডার মনোরম আমের অনুভূত হবে শহরে। কনকনে শীত নয়! মনের মতন আবহাওয়া নিয়েই আসছে নতুন বছর।