মতবিরোধ নাকি চক্রান্ত? বাবা-মাকে খুন পড়ুয়ার

অপরাধ দেশ

নিউজ পোল ব্যুরো: বারবার একই বিষয়ে ফেল! ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষে উঠলেও প্রথম বর্ষ থেকেই ফিজিক্স সহ একাধিক বিষয়ে ফেল করছেন উৎকর্ষ। আর সেজন্য পড়ুয়ার বাবা মা কলেজ বদলানোর পরামর্শ দেয় উৎকর্ষকে। আর তার জেরেই কী বাবা মাকে খুন করল উৎকর্ষ? তদন্তে নেমে এই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারী অফিসাররা। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে নিউ খাসালা এলাকায়।

জানা গিয়েছে, অভিযুক্ত পড়ুয়া উৎকর্ষ ধাকোলে (২৫)। বাবা লীলাধর ধাকোলে এবং মা অরুণা ধাকোলে। পেশায় শিক্ষিকা উৎকর্ষের মা। বাবা থার্মাল প্ল্যান্টে কর্মরত। প্রথম বর্ষ থেকেই বারবার একই বিষয়ে ফেল করছেন উৎকর্ষ! এরপর ইঞ্জিনিয়ারিং ছেড়ে আইটিআইতে ভর্তির পরামর্শ দেন শিক্ষিকা মা। পড়াশোনা ছেড়ে অন্য কাজে মন দিতে বলেন তাঁর বাবা। এটাই কি অপরাধ?

২৬ ডিসেম্বর তাঁর মা ছিলেন বাড়িতেই। বাবা ছিলেন বাড়ির বাইরে। প্রথমে মায়ের গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে খুন করেন অভিযুক্ত। তারপর বাবা বাড়ি আসতেই তাঁকে ছুরি দিয়ে আঘাত করেন উৎকর্ষ। শেষে বাবা মায়ের দেহ বাড়িতে রেখে তালা দিয়ে বেরিয়ে যান।

বাড়ি থেকে মৃতদেহের পচা দুর্গন্ধ বেরোতেই জানাজানি হয় ঘটনা। এরপর উৎকর্ষ সেখানে এলে প্রতিবেশীরা দরজা ভাঙেন। তারপরেই দেখা যায় বাবা মায়ের দেহ পড়ে রয়েছে। পুলিশ এসে দেহ উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নাগপুরের ওই এলাকায়।