নিজস্ব প্রতিনিধি, হাওড়া: নতুন বছর শুরু হতে না হতেই জাল নোট সহ ধরা পড়লেন এক ব্যক্তি। বুধবার রাতে রাজ্য পুলিশের এসটিএফ তাকে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করে। পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে মোট ৯২ হাজার জাল নোট উদ্ধার হয়।
পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম শেখ মুন্না। বয়স ৩০ বছর। বাড়ি মুর্শিদাবাদ জেলার সুতিতে। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া স্টেশনে তল্লাশি চালায় এস টি এফ। এসটিএফ সূত্রে জানা গেছে, শেখ মুন্না মালদা ইন্টারসিটি এক্সপ্রেসে হাওড়া স্টেশনে এসেছিলো। তখনই তল্লাশি চালিয়ে মোট ৯২ হাজার জাল নোট পাওয়া যায় ধৃতের কাছ থেকে। সবকটি নোট ছিল ৫০০ টাকার।
এই ঘটনায় হাওড়া জি আর পি থানায় অভিযোগ দায়ের করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার ১৭৯/১৮০ ধারায় মামলা রুজু করা হয়েছে। জাল নোট চক্রের সাথে মুন্না যুক্ত বলে অনুমান এস টি এফের। আন্তঃরাজ্য থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে আদালতে। এই জাল নোট কোথায় ছাপা হয়েছে এবং কোথা থেকে নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।